
লাইভ প্রতিবেদক: জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন তারা।
এসময় ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন। সাক্ষাতের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উনি (রওশন এরশাদ) বাসায় উঠেছেন। এ জন্য উনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সামনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী, সেখানে ওনাকে অংশগ্রহণের দাওয়াত দিয়েছি। উনি দাওয়াত গ্রহণ করেছেন এবং কথা দিয়েছেন পার্টি অফিসে আসবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর মিটিংয়ে উপস্থিত হবেন।
দলের নেতৃত্ব ও নীতিনির্ধারণী বিষয়ে কোনও কথা হয়েছে কিনা জানতে চাইলে চুন্নু বলেন, ওইভাবে আলাপ না হয়নি। তবে দলের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ হয়েছে। আমরা দলে আছি, ওনার কো-অপারেশনও থাকবে।
উল্লেখ্য, আগামী ১ জানুয়ারিকাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে জাতীয় পার্টি।
ঢাকা, ২৪ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: