Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

''সরকার আইএমএফের ঋণ নেবে, তবে কঠিন শর্তে নয়''

প্রকাশিত: ১০ নভেম্বার ২০২২, ০৫:২৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

লাইভ প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার আইএমএফের ঋণ নেবে তবে কঠিন শর্তে নয়। বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেছেন, তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেব তবে কঠিন শর্তে নয়।

ওবায়দুল কাদের বলেন, ডলার সংকট ও বৈদেশিক রিজার্ভের ওপর চাপ থাকায় আমাদের ঋণ প্রয়োজন। আমরা আইএমএফের ঋণ নেব, তবে কঠিন শর্তে নয়। কঠিন শর্ত বলতে কী বোঝানো হয়েছে, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আপনার সাধারণ জ্ঞান প্রয়োগ করুন। আইএমএফ যে শর্তগুলোর কথা আগেই বলেছে, সে বিষয়ে আমরা অবগত। দেশের স্বার্থে আঘাত করবে, এমন কোনো শর্ত আমরা মেনে নেব না।

পাচার হওয়া টাকা উদ্ধারে সরকারের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সরকার এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং খতিয়ে দেখছে, যেটা বলা হচ্ছে বাস্তবে তা কতটা সত্য এবং পাচার করলে কোথায় করা হয়েছে; খোঁজখবর নিয়েই আসল কথা বলা যাবে।

ঢাকা, ০৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ