Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

''শেখ হাসিনা যেটা বলবেন সেটাই রাইট''

প্রকাশিত: ৯ জুলাই ২০২২, ০৭:০৫

স্মরণসভা

লাইভ প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম বলেছেন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করি, তাদের মনে রাখতে হবে দল আওয়ামী লীগ আর নেতা একজনই তিনি হলেন শেখ হাসিনা। অনেকেই বাইরে গিয়ে বলেন, নেত্রী এই কথা না বললে ভালো হতো, ওইটা বলা ঠিক হয় নাই। কিন্তু, সুতরাং, তবে এসব কথাবার্তা বলা চলবে না। শেখ হাসিনা যেটা বলবেন সেটাই রাইট।

শুক্রবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

রেজাউল করিম বলেন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, তার কন্যার (শেখ হাসিনা) নেতৃত্বে বিশ্বাস করি, তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ আর নেতা একজনই শেখ হাসিনা। তিনি যেটা বলবেন সেটাই রাইট।

তিনি বলেন, শেখ হাসিনার পরিবার, আত্মীয়-স্বজনরা দুর্নীতি করেন না। দুর্নীতির সঙ্গে আপসও করেন না। আদর্শের সঙ্গে ব্যত্যয় ঘটান না। কাজেই শেখ হাসিনা আমাদের জন্য উদাহরণ, আমাদের জন্য একটা দৃষ্টান্ত। তাই আমাদের উচিত শেখ হাসিনাকে অনুসরণ করা।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু প্রমুখ।

ঢাকা, ০৮ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ