Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

''ছাত্রদলের অধিকাংশ নেতা এখন ছাত্রের বাবা''

প্রকাশিত: ৩০ মে ২০২২, ০২:৩৮

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

লাইভ প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ছাত্রদলের অধিকাংশ নেতা এখন ছাত্র নন, তারা ছাত্রের বাবা। রোববার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যারা ছাত্রদল করে তাদের বয়স এখন কত? তাদের সভাপতি-সম্পাদক তারা কি ছাত্র? তাদের বয়স তো ৪০ এর উপরে। তারা তো ছাত্র নন, ছাত্রের বাবা। ছাত্রের বাবারা যখন শিক্ষাঙ্গনে প্রবেশ করতে চাইবে তখন ছাত্ররা তো উত্তেজিত হবেই, সেটি খুব স্বাভাবিক।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রলীগ উস্কানি দেয়নি, দিয়েছে ছাত্রদল। বহিরাগতরা ঢাবিতে প্রবেশ করতে চাইলে তো ছাত্ররা বাধা দেবেই।

হাছান মাহমুদ বলেন, দেশে বিএনপির নেতৃত্বে বিশৃঙ্খলা তৈরি হলে এর দায় খালেদা জিয়া ও তারেক জিয়ার উপরও বর্তায়। সেজন্যই অনেকে দাবি তুলেছেন, তাকে (খালেদা জিয়া) আবার কারাগারে পাঠানোর।

খালেদা জিয়া জেলখানায় থাকলে এই প্রশ্ন আসত না বলেও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

ঢাকা, ২৯ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ