teletalk.com.bd
thecitybank.com
[email protected] ঢাকা | শনিবার, ২১ মে ২০২২, ৭ জ্যৈষ্ঠ ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

ছাত্রলীগসহ ৩ সংগঠনকে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ

Md Akramuzzaman | প্রকাশিত: ১০ মে ২০২২ ১৮:৫৯

প্রকাশিত: ১০ মে ২০২২ ১৮:৫৯

ছবি: সংগৃহীত

লাইভ প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ তিন সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুব মহিলা লীগ এবং মহিলা লীগকে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ মে) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা থেকে এ নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। সভার শুরুতে সাংবাদিকদের সামনে কথা বলেন ওবায়দুল কাদের। এরপর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের উপস্থিতিতে সম্পাদকমণ্ডলীর সভা শুরু হয়।

সভায় দলের সাধারণ সম্পাদক বলেন, দলের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন করার প্রস্তুতি নিতে হবে।

এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওইসব সম্মেলনের তারিখ নির্ধারণ করবেন।

ঢাকা, ১০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: