Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘ভারত সফরে দেশের মানুষের প্রাপ্তি শূন্য’

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৭, ০২:৫৫



লাইভ প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনার ভারত সফরে দেশের মানুষের প্রাপ্তি শূন্য। তিস্তার পানির ন্যায্য হিস্যাসহ দেশের স্বার্থরক্ষায় তিনি দরকষাকষি করতে পারেননি।

বাংলা নববর্ষ উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘নিজের দেশের মানুষের জন্য কিছু না করে, দেশের মানুষের স্বার্থের কথা না চিন্তা করে, আজকে নিজের দেশের সব কিছু অন্যের কাছে দিয়ে এসেছেন এবং তার বিনিময়ে কিছুই আনতে পারেন নাই।’

তিনি আরো বলেন, বাংলাদেশের বন্ধুবেশে প্রভু হতে দেওয়া হবে না কোনো দেশকে। ‘বিএনপি সব সময় জনগণের কল্যাণ এবং জাতীয় ঐক্যে বিশ্বাস করে এবং জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকলেই অতিদ্রুত দেশের উন্নতি করা সম্ভব। আমরা দেশ থেকে বিদায় করব সন্ত্রাস, আমরা দেশ থেকে বিদায় করব গুম, খুন, হত্যা, জঙ্গি হামলা এবং নানা রকম ষড়যন্ত্র।’

অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসন দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা নববর্ষে মানুষের প্রত্যাশা মন্তব্য করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানান তিনি।

এর আগে নেতাকর্মীদের সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিকেল ৪টা দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারপারসন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া জাসাসের আয়োজনে এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ১৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ