Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘রাষ্ট্রবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না’

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৭, ০১:০৫


লাইভ প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রবিরোধী কোনো সমঝোতা বা চুক্তি জনগণ মেনে নেবে না।’ তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন চুক্তি ও অন্য দ্বিপক্ষীয় সমস্যা সমাধান না হলে দেশটির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা কোনোটাই গ্রহণযোগ্য হবে না।


আজ শুক্রবার সকালে সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে নিয়ে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।


প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে ফখরুল বলেন, ‘বাংলাদেশের সমস্যাগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে, তিস্তা নদীর পানি সমস্যার সমাধান করা। অর্থাৎ ন্যায্য হিস্যা পাওয়া, ৫৮টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যা পাওয়া। আমাদের সীমান্তে যে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে তা নিরসন হওয়া এবং ট্যারিফ-নন ট্যারিফ বিষয় বাণিজ্যের ক্ষেত্রে যে বাধা রয়েছে সেই বাধা অপসারণ করা। এগুলোই এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা।’


বিএনপির মহাসচিব বলেন, ‘এই সমস্যাগুলো যদি সমাধান না হয়, তাহলে শুধুমাত্র ভারতের সঙ্গে কোনো রকম প্রতিরক্ষা চুক্তি অথবা সমঝোতা কোনোটাই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। সরকার যেটা বলছেন যে, ভারতের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক উচ্চতম পর্যায়ে রয়েছে। উচ্চতম পর্যায়ে যদি থাকে তাহলে এই ধরনের প্রতিরক্ষা চুক্তি অথবা সমঝোতা স্মারক সই করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না’।


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রতিবেশী ভারতসহ গণতান্ত্রিক বিশ্ব ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব।

 

ঢাকা, ০৭ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ