Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘সাঈদীর আপিল শুনানি উদ্দেশ্যেমূলক’

প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৭, ০৩:২৫



দেলোয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানি কার্যতালিকায় আনা উদ্দেশ্যেমূলক উল্লেখ করেছে ইসলামী ছাত্রশিবির। এই শুনানির আড়ালে দেশ বিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন চেষ্টার নিন্দা জানিয়ে গণমাধ্যমে এক বিবৃতি দিয়েছে তারা।  

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারী জেনারেল মোবারক হোসাইন বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিতে সরকার মরিয়া হয়ে উঠেছে। ভারতের সাথে দেশ বিরোধী সামরিক চুক্তি বাস্তবায়ন থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে একের পর এক ষড়যন্ত্র ও নাটক করে যাচ্ছে অবৈধ সরকর। আর সেই ষড়যন্ত্রের আরেকটি ধাপ হচ্ছে হঠাৎ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আপিল শুনানি কার্যতালিকায় আনা। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে গোলামী চুক্তির বিরুদ্ধে যখন দেশ প্রেমিক জনতা ফুসে উঠেছে তখন তা ধামাচাপা দিতে সরকার আল্লামা সাঈদীর ইস্যুকে পরিকল্পিত ভাবে সামনে এনেছে বলে দেশবাসী মনে করে। বিচারের নামে অবিচারের আড়ালে সরকার ভারতের কাছে দেশকে বিকিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু দেশবাসী আল্লামা সাঈদীর উপর কোন অবিচার মেনে নিবেনা। কারণ, আল্লামা সাঈদী শুধুমাত্র কোন দলের নেতা নয় বরং তিনি বিশ্ব ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা এবং মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন।

ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, অবিচার ও অপশাসনের মাধ্যমে দেশের মানুষের অধিকারকে ভূলন্ঠিত করেছে অবৈধ সরকার। এখন তারা দেশের অস্থিত্বের উপর হাত দিয়েছে। লেন্দুপ দর্জির মত দেশকে করদ রাজ্যে পরিণত করার বন্দোবস্ত করেছে। আমরা হুশিয়ার করে বলতে চাই, এক ইস্যু তৈরী করে আরেক ইস্যু ধামাচাপা দেয়ার আওয়ামী অপকৌশল জনগণ ধরে ফেলেছে। অতীতে আল্লামা সাঈদীর উপর জুলুম করায় এমনিতেই দেশবাসী আওয়ামী সরকারের উপর চরম ভাবে ক্ষুদ্ধ। আবার তার উপর কোন অবিচার করা হলে জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটাবে। দেশ ও ইসলাম প্রিয় জনগণকে আর নিবারণ করা যাবেনা। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দেশ বিক্রির ষড়যন্ত্র প্রয়োজনে জনগণ জীবন দিয়ে প্রতিহত করবে। সুতরাং এখনো সময় আছে, ষড়যন্ত্র বন্ধ করুন। অন্যথায় এদেশের ছাত্রজনতা রাজপথ ভূলে যায়নি। প্রেস বিজ্ঞপ্তি।

 

ঢাকা, ০৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ