Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘সরকার জঙ্গিবাদকে জিঁইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে’

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৭, ০০:৫৪


লাইভ প্রতিবেদক: বর্তমান সরকার জঙ্গিবাদকে জিঁইয়ে রেখে  ‘রাজনৈতিক উদ্দেশ্য’ হাসিল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুব দলের এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।  


শনিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে এক অনুষ্ঠান হয়।


মির্জা ফখরুল বলেন, ‘‘ প্রত্যেকদিন যে ঘটনাগুলো ঘটছে, তাতে আমরা প্রচন্ড উদ্বিগ্ন হয়ে উঠেছি, উদ্বেগময় অবস্থার সৃষ্টি হয়েছে। গত এক সাপ্তাহে ৩/৪টি ঘটনা ঘটলো, আত্মঘাতি বোমা হামলার। সরকারের এক একটি প্রতিষ্ঠান-এজেন্সি একেক রকম বক্তব্য দিচ্ছে।” ‘‘ আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকার এটাকে (জঙ্গিবাদ) আসলে সমাধান করতে চায় না। তারা এটাকে জিইয়ে রেখে তার রাজণৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। কোনোমতে জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সেই আহবান আমরা জানাচ্ছি।”


তিনি শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পুলিশের চেকপোস্টের কাছে সংঘটিত আত্মঘাতি বোমা বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘‘ গতকালকে ওই ঘটনা নিয়ে দেখা গেলো দুই রকমের বক্তব্য। একদিকে বলা হলো যে এটা আইএস দাবি করেছে। আরেকদিকে বলা হচ্ছে, এটা আগের ঘটনাগুলোর মতো নয়।” ‘‘ এখন আমাদের প্রশ্ন থেকে যায়, যে মানুষটি আত্মঘাতি বোমা নিয়ে নিহত হলো, সে কী নিজেকে নিহত হবার জন্যই আত্মঘাতি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে?  


এর আগে তিনি যুব দলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে একাত্তরে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ছবি, রাষ্ট্রপতি হিসেবে জাতিসংঘের মহাসচিব কুট ওয়াল্ডহেম, বৃটিশ প্রধানমন্ত্রী থ্যাচার, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসীর আরাফাত, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ, চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই, গিনির প্রেসিডেন্ট আহমেদ সেকেতুরেসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সাথে বৈঠকে আলোকচিত্র, খাল কাটা, শিশু-কিশোর সমাবেশে জিয়াউর রহমানের বক্তব্যের ছবির পাশপাশি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর ছবিও এই প্রদর্শনীতে স্থান পায়।


প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ রাজনৈতিক নেতৃত্বের ব্যর্খতার কারণে একাত্তর সালের ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সারা জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্ধুদ্ধ করেছিলেন। তিনি যদি ওইদিন যুদ্ধের ঘোষণা না দিতেন কবে যুদ্ধ শুরু হতো তা বলা মুশকিল ছিলো।” রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতি জিয়া সফল ছিলেন বলে আন্তর্জাতিকভাবে তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন।

 

ঢাকা, ২৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ