Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আঁচরণ বিধি লংঘন করে শো-ডাউন করলেন সরকার দলীয় হুইপ

প্রকাশিত: ২৮ নভেম্বার ২০১৬, ০৪:৩৩

 

 

 

শেরপুর লাইভ: শেরপুরে তৃতীয় বারেরমতো আঁচরণ বিধি লংঘন করে ব্যপক শো-ডাউন করেছেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক। তিনি ২৭ নভেম্বর দুপুরে জেলা পরিষদ ুনর্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল এর পক্ষে তাকে বহনকারী জাতীয় পতাকাবাহী গাড়ীর বহর নিয়ে এ শো-ডাউন করেন।

একই সাথে হইপ আতিক জেলার বিভিন্ন স্থানে ওই চেয়ারম্যান প্রার্থীকে সাথৈ নিয়ে বেশ কয়েকটি পথ সভায় বক্তব্য রাখেন। ২৭ নভেম্বর রোববার দুপুরে ঢাকা থেকে কেন্দ্রীয় ভাবে আওয়ামীলীগের দলীয় মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিপি চন্দন কুমার পাল মনোনয়ন নিয়ে শেরপুর প্রবেশ করেন।

এসময় শেরপুর জেলার সীমান্ত নকলা উপজেলার গৌড়দ্বার এলাকা থেকে সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিকসহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে ৫ শতাধিক মোটার সাইকেল ও প্রাইভেট কার নিয়ে শো-ডাউন করেন। এসময় হুইপ আতিক তাকে বহনকারী পতাকা বহনকারী প্রোটোকলের গাড়ীতে বসে শো-ডাউনের সঙ্গে ছিল । পরে হুইপ আতিক উপস্থিত থেকে জেলার বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত কয়েকটি পথ সভায় অংশ নেয়।

উল্লেখ্য, বিগত ২০১৫ সালেল ১৬ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের দলীয় মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া লিটনের পক্ষে এবং পরবির্তিতে ৩ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের গাজির খামার এলকায় সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী আওলাদুল ইসলামের পক্ষে একই ভাবে হুইপ আতিক শো-ডাউন করলে তাকে বিগত ৬ মে মাসের ইউপি নির্বাচনের সময় এক দিনের জন্য জেলার বাইরে অবস্থান করতে বলেন নির্বাচন কমিশন।

পরে তিনি এক দিনের জন্য জেলার বাইরে অবস্থান করতে বাধ্য হন। কিন্তু সে কথা ভুলে গিয়ে ফের ৩য় বারের মতো নির্বাচনী আঁচরন বিধি লংঘন করে আবারও শো-ডাউন করলেন হুইপ আতিক।

এদিকে শো-ডাউনের বিষয়ে জেলা জাতীয় পাটি’র সভাপতি মো. ইলয়াছ উদ্দিন জানান, নির্বাচনের শুরুতেই হুইপ আতিক দলীয় মনোনীত প্রার্থীকে নিযে যে শো-ডাউন করেছেন তা সম্পূর্ন আঁচরণ বিধি লংঘন এবং তিনি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন।

এব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর ১৩ (ক) উপধারা অনুযায়ী যে কোন রকমের শো-ডাউন নিষেধ এবং সরকারের গুরুত্বপূর্ণ পদের ব্যাক্তিবর্গ নির্বাচনের কোন প্রার্থীর পক্ষে অংশ গ্রহন করতে পারবে না।

জেলা প্রশাসক ডা. এমএম পারভেজ রহিম ক্যাম্পাসলাইভকে জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আচঁরণ বিধি লংঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত চন্দন কুমার পাল জানান, শো-ডাউনের ব্যাপারে আমি কিছুই জানি না। মনোনয়ন পাওয়ার পর আমি শেরপুর প্রবেশ করার পথে কিছু নেতা-কর্মী আমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

এছাড়া তিনি হুইপ আতিকের উপস্থিতির কথা তিনি অস্বীকার করেন।

 


ঢাকা, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ