Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মিয়ানমারে গণহত্যা: 'সোমবার সারাদেশে বিক্ষোভ'

প্রকাশিত: ২০ নভেম্বার ২০১৬, ০৩:৪৮


                  

 

 

লাইভ প্রতিবেদক: মায়ানমারে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। সেইসাথে আগামী সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিলের আহবান করেছে সংগঠনটি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ছাত্রশিবিরি। এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, মায়নমারে সেনাবাহীনি ও উগ্রবাদীরা নিরীহ রোহিঙ্গা মুসলমানদের উপর যে বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানানেই। নূন্যতম সভ্য ও মানবিক বোধ থাকলে কেউ এভাবে নিরীহ জনগণকে হত্যা করতে পারেনা।

ইতিমধ্যেই সেনাবাহিনী ৬৯ জনকে হত্যার কথা স্বীকার করেছে। কিন্তু, নিহতের সংখ্যা প্রকৃত পক্ষে অনেক বেশি। যাদের অনেক নারী ও শিশু রয়েছে। এটি সম্পূর্ণ পরিকল্পিত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। গত তিন দশক ধরে রোহিঙ্গাদের উপর নিপিড়ন চালাচ্ছে সরকার।

রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে এখন মানবেতর জীবন যাপন করছে লাখো রোহিঙ্গা। শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় তার দেশে এমন পরিকল্পিত গণহত্যায় বিশ্বাবাসী স্তম্ভিত ও ক্ষুব্ধ।

নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যেই এই নির্মম হত্যাযজ্ঞের বিভিন্ন চিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সারা বিশ্ব থেকে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে। অথচ এখন পর্যন্ত জাতিসংঘ এই গণহত্যা বন্ধ ও তাদের অধিকার রক্ষায় কার্যকর কোন ভূমিকা রাখেনি। একই সাথে ওআইসি’ও এগিয়ে আসেনি। যা গণহত্যাকে নিরব সমর্থনের শামিল। আর যা’ই হোক এ বিষয়ে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয় ভূমিকা অত্যন্ত অমানবিক ও লজ্জাজনক।

আমরা অবিলম্বে মায়ানমারে মুসলিমদের উপর গণহত্যা বন্ধ করে তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে মায়ানমার সরকারের প্রতি আহবান জানায় তারা।


ঢাকা, ১৯, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ