Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে নেতাকর্মীদের গ্রেফতার’

প্রকাশিত: ১৭ নভেম্বার ২০১৬, ০২:৩৬

 



লাইভ প্রতিবেদক: নাসিরনগরে হিন্দুসম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার ঘটনা বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের ব্যাপরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের আমলে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ ভয়ভীতি ও আতঙ্কের মধ্যে বসবাস করছে। রাষ্ট্রকে গণতন্ত্রহীন করে সরকার গায়ের জোরে ক্ষমতা ধরে রেখে তারা দেশব্যাপী দখল ও লুটপাটের সংস্কৃতি চালু করেছে। পাশাপাশি প্রশাসনকে কব্জা করে অপকর্মে লিপ্ত নেতাদের দলীয় লোকদের প্রশ্রয় দেয়া হচ্ছে এবং বিরোধী দলের নেতা-কর্মীদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হচ্ছে।

জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দের জেরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, উপসনালয়ে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় সকল তথ্য প্রমাণে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে সর্বজন স্বীকৃতভাবে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে বিক্ষুব্ধ ছাত্রসমাজ পানি সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবিতে প্রতিবাদ, অবরোধ ও লংমার্চের কর্মসূচি অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দের ফলে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি, মন্দির আক্রমণ হয়েছে-সে বিষয়ে কারো কোনো সংশয় নেই। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, উপসনালয় ও জানমালের ওপর একের পর এক আক্রমণ অব্যাহত রেখেছে। তখন থেকেই সরকারী দলের লোকেরা ধর্মীয় সংখ্যালঘুদের জোত-জমি, সহায়-সম্বল দখলের হিড়িক চালিয়ে এসেছে।

মির্জা ফখরুল বলেন, কয়েকদিন আগে সংঘটিত গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে পুলিশ ও আওয়ামী লীগের আক্রমণে গুরুতর আহত দুইজন সাঁওতালকে চিকিৎসা না দিয়ে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। এধরনের ঘটনা চরম অমানবিকতার বহিঃপ্রকাশ। সংখ্যালঘুদের ওপর একের পর এক আক্রমণ ও লুটপাটের ঘটনা এবং সরকারী দলের অনাচারের বিরুদ্ধে সারাদেশে ফুঁসে ওঠা হিন্দু জনগোষ্ঠির ক্ষোভকে অন্যদিকে সরিয়ে দেয়ার জন্য সরকার হীন রাজনৈতিক উদ্দেশ্যে স্থানীয় বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতার শুরু করেছে। গতকাল (মঙ্গলবার) পুলিশ নাসিরনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে বিএনপির স্থানীয় নেতা আমিনুল ইসলাম চকদার, জুনায়েদ সিদ্দিকী জুয়েল, মোঃ শাহজহান ও ফারুককে গ্রেফতার করে। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনা শাসকদল নিজেদের অপরাধের ভারসাম্য আনার অপচেষ্টা মাত্র।

ঢাকা, ১৬, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ