শীতার্তদের মাঝে শাবি ছাত্র অধিকার পরিষদের কম্বল বিতরণ
Published: 2020-11-28 13:24:12 BdST, Updated: 2021-01-27 08:48:18 BdST
সিলেট লাইভ: কনকনে শীতের রাতে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
শাবি ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী ও নগরীর মদিনা মার্কেট এলাকায় ১১৫ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
এ বৈঠকে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক নাজমুস সাকিব, শাবি শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও দফতর সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।
সংগঠনের শাবি শাখার সভাপতি রিপন মাহমুদ জাগো নিউজকে বলেন, যে শীতের কারণে ইউরোপের পাখি পর্যন্ত বাংলাদেশে ছুটে আসে উষ্ণতা নিতে তাদের রক্ষা করার চেষ্টা করি।
কিন্তু বাংলাদেশের গরিব মানুষকে শীতের কষ্ট থেকে বাঁচাতে এক টুকরো কাপড় দিয়ে সহযোগিতা করতে পারি না। এটাই প্রমাণ করে আমাদের সমাজের ধনী-গরিব বৈষম্যের ব্যবধান।
ঢাকা, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআইটি