Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধন

প্রকাশিত: ২২ আগষ্ট ২০১৭, ০০:২৮


লাইভ প্রতিবেদক: বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি)- এর ওপর পাঠ্যক্রম প্রণয়ন এবং এখাতে গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদান করার জন্য তিন দিনব্যাপী এক জাতীয় কর্মশালার উদ্বোধন করা হয়েছে।


রোববার ঢাকার একটি হোটেলে এই কর্মশালার উদ্বোধন করা হয়। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) কর্তৃক যৌথভাবে আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালা সোমবার ইউজিসি অডিটোরিয়ামে শুরু হয় যা বুধবার পর্যন্ত চলবে।


ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে মি. এডওয়ার্ড বেগবেডার, প্রতিনিধি, ইউনিসেফ, বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


ইউনিসেফের উদ্যোগকে স্বাগত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, জাতীয় এ কর্মশালা দেশের উচ্চশিক্ষার উন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেও সিফরডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশে বাল্যবিবাহ, স্যানিটেশন এবং শিশু অধিকার বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের এসব সমস্যাগুলি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভূক্তির বিষয়টি একটি বড় পদক্ষেপ।


স্বাগত বক্তব্যে এডওয়ার্ড বেগবেডার বলেন, বাংলাদেশ সিফরডি ব্যবহার করে শিশু এবং তাদের সম্প্রদায়ের অধিকার উন্নয়নে অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, শিশুর অধিকার প্রতিষ্ঠা ও সমাজের অগ্রগতির জন্য সমন্বিত পদ্ধতির প্রয়োজন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহ সিফরডি বাস্তবায়নে শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সিফরডি হচ্ছে জনসাধারণ, তাদের বিশ্বাস, মূল্যবোধ এবং সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধসমূহ বোঝা যা তাদের জীবনকে আকৃষ্ট করে।


ড. রাফায়েল ওবেরগন, চীফ, সিফরডি সেকশন, ইউনিসেফ, নিউইয়র্র্ক হেডকোয়ার্টার, উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। ড. ডেভিড মোল্ড, প্রফেসর (এ্যামিরেটাস), ওহাইও ইউনিভার্সিটি, ইউএসএ এবং মিস নেহা কাপিল, চিফ, সিফরডি সেকশন, ইউনিসেফ, বাংলাদেশ অনুষ্ঠানে বক্তৃব্য প্রদান করেন।


অনুষ্ঠানে প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি, ড. মোঃ খালেদ, সচিব, ইউজিসি, ১৬ টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং ইউনিসেফ ও ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ২১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ