Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউজিসি’র সাথে উচ্চশিক্ষায় কাজ করতে আগ্রহী ইউনিসেফ

প্রকাশিত: ২০ জুলাই ২০১৭, ০২:৩৪

লাইভ প্রতিবেদক: বাংলাদেশের উচ্চশিক্ষায় কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি) -এর উপর কারিকুলাম উন্নয়নের জন্য ইউনাইটেড ন্যাশনস্ চিলড্রেনস্ ফান্ড (ইউনিসেফ), বাংলাদেশ ইউজিসি’র সাথে কাজ করতে আগ্রহী। এ লক্ষ্যে ইউনিসেফ এ বছর ইউজিসি’র সহযোগিতায় ঢাকায় একটি কর্মশালার আয়োজন করতে চায়।

মিস. নেহা কাপিল, চীফ, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি), ইউনিসেফ, বাংলাদেশ মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর সাথে তাঁর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।

এ সময় মিস. ইয়াসমিন খান, কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট সেম্পশালিস্ট, ইউনিসেফ, বাংলাদেশ ও ড. মাসুদুল বিশ্বাস, অ্যাসিসটেন্ট প্রফেসর, কমিউনিকেশন ডিপার্টমেন্ট, লয়োলা ইউনিভার্সিটি ম্যারিল্যান্ড, ইউএসএ, মিস. নেহা কাপিলকে সহযোগিতা করেন।

সাক্ষাৎকালে মিস. নেহা কাপিল বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগতমান উন্নয়নের জন্য ইউনিসেফ কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের (সিফরডি) উপর একটি কারিকুলাম প্রণয়নে সহযোগিতা করতে চায়। এ লক্ষ্যে ইউনিসেফ এ বছর ঢাকায় ২/৩ দিনের একটি কর্মশালার আয়োজন করতে চায়।

প্রতিনিধি দলকে তাঁর দপ্তরে স্বাগত জানিয়ে প্রফেসর মান্নান ইউনিসেফের প্রস্তাবকে চমৎকার হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন যে এটি দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন যে, কারিকুলাম উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। ইউজিসি সর্বদাই বাংলাদেশের উচ্চশিক্ষার উৎকর্ষতার উন্নয়নে স্থানীয় এবং আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানায়।

প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি এবং ড. মোঃ খালেদ, সচিব, ইউজিসি, অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ১৯ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ