Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

উচ্চশিক্ষায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশিত: ১৬ জুলাই ২০১৭, ২৩:৪০

লাইভ প্রতিবেদক: উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এক সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এই সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মি. মাইথ্রিপালা সিরিসেনা’র উপস্থিতিতে প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং মি. মোহন লাল গ্রেরো, স্টেট মিনিস্টার অব হায়ার এডুমেশন এন্ড হাইওয়েজ, শ্রীলঙ্কা দু’টি দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, দু’টি দেশ তাদের বিশ্ববিদ্যালয়সমূহের গ্রাজুয়েশন, পোস্ট-গ্রাজুয়েশন এবং পিএইচডি পর্যায়ে যৌথ ডিগ্রি/ডিপ্লোমা প্রোগ্রামের প্রতিষ্ঠা, বাস্তবায়ন এবং উন্নয়নে উৎসাহ প্রদান করবে।

চুক্তি অনুযায়ী, উভয় দেশের সরকার তাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট পর্যায়ে শিক্ষার্থী বিনিময় করবে।

এছাড়া সমঝোতা অনুযায়ী, দেশ দু’টি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিধিবিধানের আলোকে প্রদত্ত একাডেমিক এবং পেশাগত ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেটস এবং অন্যান্য বিষয়াবলীর স্বীকৃতির ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা করবে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য কার্যকর হবে। কোন পক্ষ লিখিতভাবে চুক্তিটি বাতিল না করলে স্বয়ংক্রীয়ভাবে একই মেয়াদে এটি নবায়নযোগ্য হবে।

 

ঢাকা, ১৬ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ