Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তাচেতনা বৃদ্ধির প্লাটফর্ম হচ্ছে ফ্যাব ল্যাব’

প্রকাশিত: ১১ জুলাই ২০১৭, ২২:১২

লাইভ প্রতিবেদক: ‘স্টিমুলেট দি ইনোভেশন ইউজিং দি ফ্যাব ল্যাব নেটওয়ার্ক’ শীর্ষক দু’দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ইউজিসি অডিটরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, এনডিসি, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প, ড. মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র অপারেশনস অফিসার, বিশ্বব্যাংক ও মিস ইয়োকো নাগাসিমা, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট, বিশ্বব্যাংক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মি. অশিভ শাহ্, হেড অব টিআইএফএসি, ইন্ডিয়া অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। জনাব সোহেল আহমেদ, উপ-প্রকল্প পরিচালক, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

ইউজিসি চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের উদ্ভাবনী এবং সৃজনশীল চিন্তাচেতনা বৃদ্ধির প্লাটফম হচ্ছে ফ্যাব ল্যাব এবং দেশের যুবশক্তির নিকট থেকে ব্যাপক পরিমাণে উদ্ভাবনী শক্তির প্রয়োজন রয়েছে। ফ্যাব ল্যাব নেটওয়ার্কিং বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে আমাদের নতুন প্রজন্মকে উদ্ভাবনী এবং সৃজনশীল ধারণায় উদ্বুদ্ধ করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষকগণ এবং শিল্প প্রতিষ্ঠানসমূহ ফ্যাব ল্যাব ব্যবহারের মাধ্যমে ব্যাপক উপকৃত হবেন।

তিনি আরও বলেন যে, শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র শ্রেণি কক্ষের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার আমূল পরিবর্তনে কাজ করে যাচ্ছে।

সভাপতির ভাষণে প্রফেসর ইউসুফ আলী মোল্লা ফ্যাব ল্যাব-এর সাব-প্রজেক্ট ম্যানেজারদের প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

দেশের ৯টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন সাব-প্রজেক্ট ম্যানেজার এবং টিম মেম্বর কর্মশালায় অংশগ্রহণ করছে।

 

ঢাকা, ১১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ