Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউজিসি সহকারী সচিব সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ৬ জুলাই ২০১৭, ০০:৩৩

লাইভ প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী সচিব প্রটোকল ও লিয়াজোঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিমান বন্দরে ডিউটি ফ্রি শপে টাকা চুরি করে ধরা খেলেন ইউজিসি কর্মকর্তা’ শীর্ষক সংবাদটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হওয়ায় কমিশনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণœ হয়েছে বলে কমিশন মনে করে।

বর্ণিত প্রেক্ষাপটে কমিশনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধি ১৯৮৫ এর বিধি ২ এর এফ ধারা অনুযায়ী সহকারী সচিব (প্রটোকল ও লিয়াজোঁ) জনাব এম এ ওয়ারেছ-কে ১(১৯০)বিমক-৮২(পার্ট-১)/০৬/৫৬২৫ তাং-০৫/০৭/২০১৭ আদেশবলে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বর্ণিত অভিযোগটি তদন্ত করার জন্য কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন ও প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি। খন্দকার হামিদুর রহমান, পরিচালক, আইএমসিটি বিভাগ, ইউজিসি কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী দশ কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর সভাপতিত্বে বুধবার কমিশনের একটি বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ০৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ