Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউজিসি চেয়ারম্যানের সাথে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৫ জুলাই ২০১৭, ২৩:৪৩


লাইভ প্রতিবেদক: ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ’র ডেপুটি ডিরেক্টর মি. অ্যান্ড্রু নিউটন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার প্রফেসর আবদুল মান্নানের দপ্তরে এসে এই সাক্ষাৎ করেন।

এসময় জনাব মোঃ তৌহিদুর রহমান, হেড অব ইন্টারন্যাশনাল হায়ার এডুকেশন (আইএইচই), বাংলাদেশ এন্ড রিজিওনাল ম্যানেজার, সাউথ এশিয়া কমনওয়েলথ স্কলারশিপ এন্ড ফেলোশিপ প্ল্যান, ব্রিটিশ কাউন্সিল তাঁকে সহযোগিতা করেন।

সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বাংলাদেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মি. অ্যান্ড্রু নিউটন-কে অবহিত করেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সার্বিক কর্মকা- মি. নিউটন এর কাছে তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন যে, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ এবং মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের শিক্ষা খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে উচ্চশিক্ষার গুণগতমান উন্নয়ন ও তা বজায় রাখা।

ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম সম্পর্কে প্রফেসর মান্নান বলেন, জ্ঞান-বিজ্ঞানের সকল শাখার বইয়ে ব্রিটিশ কাউন্সি সমৃদ্ধ যা জনগণের জ্ঞান ও দক্ষতা বিকাশে ব্যাপক ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে কাজ করছে। ইউজিসি সর্বদা ব্রিটিশ কাউন্সিলের সাথে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করে।

 

ঢাকা, ০৫ জুলাই (ক্যাম্পাসলাইভ২.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ