Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউজিসির প্রফেসর ও পিএইচডি ফেলোশীপ প্রদান

প্রকাশিত: ২২ জুন ২০১৭, ০২:১৭

লাইভ প্রতিবেদক: ৪ জন বিশিষ্ট গবেষককে ইউজিসি প্রফেসর এবং ৭০ জন শিক্ষককে ইউজিসি পিএইচডি ফেলোশীপ প্রদান করা হয়েছে। বুধবার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে এক সভায় তাদেরকে মনোনয়ন করা হয়। 

এর মধ্যে দেশের খ্যাতিমান চারজন গবেষককে ইউজিসি প্রফেসর হিসেবে মনোনয়ন দিয়েছে। মনোনয়নপ্রাপ্ত ইউজিসি প্রফেসরগণ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. এম. মুহিবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দের প্রফেসর ড. মোঃ আবুল মনসুর চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের প্রফেসর সেলিমুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম আলফাজ উদ্দিন। 

ইউজিসি প্রফেসরশীপ নীতিমালা অনুযায়ী অবসরপ্রাপ্ত খ্যাতিমান গবেষকদের ইউজিসি প্রফেসরশিপ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেডপ্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ সুবিধাপ্রাপ্ত হন ইউজিসি প্রফেসরগণও একই সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। ইউজিসি প্রফেসরগণ তাঁদের পছন্দনুযায়ী যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা গবেষণা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থেকে গবেষণা কর্মকা- পরিচালনা করবেন। 

এছাড়া সভায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের ৭২ জন আবেদনকারীর মধ্যে ৭০ জন শিক্ষককে ইউজিসি পিএইচডি ফেলো হিসেবে  মনোনয়ন প্রদান করা হয়। গত বছর পিএইচডি ফিলোশীপের জন্য ৬৫ জন আবেদন করেন যেখানে ৫০ জনকে ফেলোশীপের জন্য নির্বাচন করা হয়। এ বছর ফেলোশীপের পরিমাণ  মাসিক ১০,০০০/- (দশ হাজার) টাকা থেকে বৃদ্ধি করে ১৫,০০০/- (পনের হাজার) টাকা নির্ধারণ করা হয়। 

প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি ও প্রফেসর ড. ফারজানা ইসলাম, ভিসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ২১ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ