Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাগেরহাটে শিক্ষার্থীদের অবরোধে লাঠিপেটা, আহত ৩০

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৭, ০২:৫২



বাগেরহাট লাইভ: ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধে লাঠিপেট করেছে পুলিশ। বুধবার দুপর ১২ টায় বাগেরহাটে এই ঘটনা ঘটে। এসময় প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে বাগেরহাট মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস) শিক্ষার্থীরা বাগেরহাট-বরিশাল মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

শিক্ষার্থীরা প্রায় ঘন্টাব্যাপী রাস্তার ওপর বসে বিক্ষোভ করতে থাকে। যার ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা করে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করার অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে শিক্ষার্থীরা বলেন, চার দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তারা চার শতাধিক শিক্ষার্থী সকালে ম্যাটস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাগেরহাট-বরিশাল মহাসড়ক অবরোধ করে। সেখানে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিল। পরে পুলিশ সেখানে গিয়ে তাদের সরানোর চেষ্টা করে। এক পর্যায়ে আমরা সরতে না চাইলে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে আমাদের প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ‘এখানকার ম্যাটসের শিক্ষার্থীরা যে চার দফা দাবি আদায়ের আন্দোলনে নেমেছে তা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। তাদের অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। আমি সেখানে গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করি। শিক্ষার্থীরা রাস্তার ওপর থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। গরমে কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।’ তাদের উপর কোনো লাঠিচার্জ করা হয়নি।

 

ঢাকা, ২৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ