Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভোলায় যুব রেড ক্রিসেন্ট এর ৩ দিন ব্যাপী প্রশিক্ষন সম্পন্ন

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৭, ২২:৪৫


লাইভ প্রতিবেদক: যুব রেড ক্রিসেন্টকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে  ভোলায় যুব রেড ক্রিসেন্ট এর ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন  সম্পন্ন হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদ এর হলরুমে ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষন সম্পন্ন হয়।


ভোলা জেলা রেড ক্রিসেন্ট  ইউনিট এর আয়োজনে এই প্রশিক্ষনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন  ভোলা জেলা পরিষদ এর চেয়ারম্যান ও ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।  এসময় নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরন করে নেয় যুব সদস্যরা।


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটেরে সেক্রেটারী মো: আজিজুল ইসলাম।


এসময়  আরো  উপস্থিত ছিলেন, ভোলা ইউনিট অফিসার তরিকুল ইসলাম, ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপু তালুকদার, উপ- প্রধান  মো: আনোয়ার হোসেন,আলী আহম্মেদ বাহাদুর সাদ্দাম হোসেন, রুবেল হোসেন, আরিফ হোসেন প্রমুখ।

প্রশিক্ষনে রেড ক্রস ও ও রেড ক্রিসেন্ট এর জন্ম ও ইতিহাস,নীতিমালা , অন্দোলন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গঠন ও কার্যক্রম, প্রাথমিক চিকিৎসার ধারন সহ নানা বিষয় নিয়ো আলোচনা করা হয়।  


এসময় প্রধান অতিথি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, দেশ ও জাতির  দু:সময়ে দুর্যোগ,দুর্বিপাকে, ঘূর্নিঝড়, অগ্নিকান্ড সহ  নানা মুখি দুর্যোগ এর সময় রেড ক্রিসেন্ট এর যুব  সদস্যরা ঝুকিঁ নিয়ে মানবতার সেবায় কাজ করে থাকে। তাই যুব সদস্যদের বিভিন্ন প্রশিক্ষনের দিয়ে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে। এই প্রশিক্ষন এর মাধ্যমে যুব সদস্যরা  আরো দক্ষ হয়ে গড়ে উঠবে বলে জানান।

 

ঢাকা, ২৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ