Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্ববিদ্যালগুলোতে আইসিটি খাতে অর্থ সহায়তায় প্রস্তাব এডিবি’র

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৭, ২১:৫২



লাইভ প্রতিবেদক: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ খাতের উন্নয়নে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থ সহায়তায় ২০১৯-২০২০ অর্থবছর থেকে একটি প্রকল্প শুরু করার ব্যাপারে প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত প্রকল্পের মেয়াদ হবে পাঁচ থেকে সাত বছর।


প্রকল্পটি তিন থেকে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি, হাইটেক এগ্রিকালচার, মেরিন সাইন্স, বায়ো-মেডিক্যাল সাইন্স এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়সমূহে বাস্তবায়িত হবে। এডিবি এবং ইউজিসি যৌথভাবে এই বিশ্ববিদ্যালয়সমূহ নির্বাচন করবে।

সম্প্রতি মি. সুংসুপ রা, পরিচালক, হিউম্যান এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ডিভিশন, সাউথ এশিয়া ডিপার্টমেন্ট, এডিবি  এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সাথে মতবিনিময়কালে এ প্রস্তাবনাটি তুলে ধরেন।

ইউজিসি চেয়ারম্যান এডিবি’র প্রস্তাবনাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন যে প্রস্তাবিত প্রকল্পটি বাংলাদেশের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে এবং বিশ্ববিদ্যালয়সমূহের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন এবং প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি উপস্থিত ছিলেন।

এছাড়া ইউজিসি সচিব ড. মোঃ খালেদ এবং ইউজিসি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ১৮ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ