Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দিবে চীন

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৭, ২২:৪৪



লাইভ প্রতিবেদক: বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সাথে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করে।

সেমবার ইউজিসি অডিটরিয়ামে মিস. শার্লি ঝ্যাং, সিইও, নিংবো, ওএসডিএ সোলার কোং লি., ওএসডিএ, চীন-এর নেতৃত্বে তিন সদস্যের এক চীনা প্রতিনিধি দল চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। এসময় মিস শার্লি বাংলাদেশী শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের প্রস্তাব দেন।  

সাক্ষাৎকালে স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ও একাডেমিক এডভাইজার ড. একেএম অলিউল ইসলাম এবং গ্লোবাল রিসোর্স অগমেন্টেশন এন্ড ম্যানেজমেন্ট লি. এর চেয়ারম্যান এএসএম আবদুল মতিন মিস. শার্লিকে সহায়তা করেন।

চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান প্রতিনিধি দলকে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসি’র এখতিয়ার সম্পর্কে অবহিত করেন। উচ্চশিক্ষার সুযোগ প্রদানের বিষয়টিকে ইতিবাচক উল্লেখ করে প্রফেসর মান্নান মিস. শার্লিকে এ বিষয়ে একটি লিখিত প্রস্তাব ইউজিসিতে জমা দেওয়ার আহবান জানান। তিনি জানান বাংলাদেশ উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে চীনের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম এবং প্রফেসর ড. শাহ্ নওয়াজ আলি উপস্থিত ছিলেন।

এছাড়া ইউজিসি সচিব ড. মোঃ খালেদসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ১০ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ