Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউজিসির তত্ত্ববধানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৭, ২৩:৪৯

 


লাইভ প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির মাস্টার্স ও পিএইচ.ডি প্রোগ্রামে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, সচিব ড. মোঃ খালেদ, যুগ্ম-সচিব ড. মোঃ ফখরুল ইসলাম ও একান্ত সচিব (উপ-সচিব) মোঃ শাহীন সিরাজ।


ভর্তি পরীক্ষা নেওয়া বিভাগগুলো হলো, ডেভেলপমেন্ট ইকনোমিক্স, কম্পিউটার সাইন্স, বায়োটেকনোলজি, ফলিত গণিত, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক এবং লিগ্যাল স্টাডিজ।


এসব বিষয়ে অধ্যয়নের জন্য মোট ১৬৮ জন বাংলাদেশী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির পর মাসিক দশ হাজার রুপি স্কলারশীপ পাবে।


উল্লেখ্য যে, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি সার্কভুক্ত দেশসমূহের ৮টি দেশের সমন্বয়ে গঠিত। দেশসমূহ হলো- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় ২০১০ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে আসছে যার ক্যাম্পাস ভারতের নয়াদিল্লীতে অবস্থিত। অন্যান্য সদস্যদেশসমূহেও একই তারিখ ও সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

ঢাকা, ০৯ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ