Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শিক্ষকের বিরুদ্ধে টিটিআই‘র শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭, ০৫:৩৯

টিটিআই লাইভ: টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটে (টিটিআই) শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষকের দ্বারা ছাত্রের অভিভাবক লাঞ্ছিত হওয়ায় ঘটনায় শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

বুধবার (৫ এপ্রিল) সকালে ইনস্টি টিউটের ভিতরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের হাতে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর খাদেম জিলানী বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। গত ২৮ মার্চ
প্রতিষ্ঠানের ২য় বর্ষের ৪র্থ পর্বের শিক্ষার্থী মিলন পারিবারিক কাজের জন্যে ৩ দিন ক্লাশে অনুপস্থিত থাকার কারণে তার বাবাকে ডেকে এনে ঐ শিক্ষক শিক্ষার্থীদের সামনে তাকে (অভিভাবক) অকথ্য ভাষায় গালিগালাজ ও চরমভাবে অপমান করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, মিলনের বাবা রাজমিস্ত্রির কাজ করায় তাকে অবজ্ঞা করে ওই শিক্ষক মিলনকে লেখাপড়া বাদ দিয়ে রাজমিস্ত্রির কাজ করে পয়সা উপার্জনের পরামর্শ দেন। মিলনের টাঙ্গাইল টেক্সটাইলে পড়ার কোন যোগ্যতা নেই বলেও সাফ জানিয়ে দেন শিক্ষক খাদেম জিলানী।

শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত ওই শিক্ষক প্রতিনিয়তই শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার ভয় দেখান। সব সসময়ই অমানবিক আচরণ করেন। ফলে আমরা প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছি।
এ ব্যাপারে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেন। শিক্ষকের এমন আচরণে তারা ক্ষুব্ধ, মর্মাহত।

পরে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন স্মারকলিপি পেয়ে শিক্ষার্থীদের ঐ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত লিখিতভাবে জানানোর নির্দেশ দেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও শিক্ষার্থীদের জানান।


এব্যাপারে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. এনামুল হক বলেন, "ছাত্র-শিক্ষকের ভুল বুঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে আলোচনা করেই সমাধান করা হবে।"

এদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে ঐ শিক্ষকের বিরুদ্ধে। আর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচীর ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

 

ঢাকা, ০৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ