Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে তিনদিন কর্মশালার উদ্ধোধন

প্রকাশিত: ৫ এপ্রিল ২০১৭, ০১:৪০



লাইভ প্রতিবেদক: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উদ্যোগে B-SEP Project, ILO Country Office for Bangladesh এর সহযোগিতায় তিন দিনের এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টায় বোর্ডের  এনটিভিকিউএফ সেলের সভাকক্ষে ফার্মাসিটিক্যাল সেক্টরের  জন্য ”ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্যাল মেইনটেনেন্স” অকুপেশনের কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড  প্রণয়ণ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এ সভায় উপস্থিত ছিলেন ফার্মাসিটিক্যাল সেক্টরের ইন্ডাষ্ট্রি স্কিল কাউন্সিল (আইএসসি) এর  মনোনিত টেকনিক্যাল সাব কমিটির সদস্য বেক্সিমকো ফার্মার সিনিয়র এসিস্টেন্ট ম্যানেজার জনাব রবিউল আলম বাকাউল, এরিস্টো ফার্মার এসিস্টেন্ট ম্যানেজার জনাব মোঃ সারোয়ার হোসাইন, এসিআই লিঃ এর ডেপুটি কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার জনাব বিপ্লব কুমার চৌধুরী, বোর্ডের সচিব জনাব মোঃ নায়েব আলী মন্ডল, পরিচালক (শিল্প ও প্রশিক্ষণ সমন্বয়) ড. মোঃ মোরাদ হোসেন মোল্ল্যা, আইএলও এর প্রোগ্রাম অফিসার জনাব মোঃ সিরাজুল ইসলামসহ ঞবপযহরপধষ ঝঁন ঈড়সরঃঃবব (ঞঝঈ) এর অন্যান্য সদস্যবৃন্দ।


কর্মশালায় কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড  প্রণয়ণ এর সমন্বয় ও একাডেমিক এক্্রপার্ট হিসাবে দায়িত্ব পালন করেন এনটিভিকিউএফ সেলের উপ-পরিচালক (কোর্স এ্যাক্রিডিটেশন) জনাব এস এম শাহজাহান এবং বিশেষজ্ঞ (কোর্স এ্যাক্রিডিটেশন)  ড. মোঃ শাহ আলম মজুমদার।

 

ঢাকা, ০৪ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ