Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘অটিজম কোনো মানসিক রোগ নয়’

প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৭, ০৩:৩৭


লাইভ প্রতিবেদক: অটিজম শিশুদের জন্য প্রয়োজন সর্বস্তরের সচেতনতা আর সবার দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এই আহ্বানে রাজধানীর স্পাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলে পালিত হয়েছে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস।’


রোববার বিকেলে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজধানীর আফতাব নগরে স্কুলের সামনে থেকে শুরু হয়ে বনশ্রীর আবাসিক এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।  


প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহমুদা ফেরদৌসির নেতৃত্বে র‌্যালিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশগ্রহণ করেন। র‌্যালিতে বাদক দলের পরিবেশনায় শিশুদের উপযোগী বিভিন্ন গানের সুরের মূর্ছনায় মুগ্ধ হয় বিশেষ বাচ্চারা।  


র‌্যালি শেষে স্কুল মিলনায়তনে অটিজম সচেতনতা বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, অটিজম কোনো মানসিক রোগ নয়, এটি বিকাশজনিত একটি সমস্যা। অটিজম হবার ক্ষেত্রে  মা-বাবার শিক্ষাগত যোগ্যতা বা শিশুর প্রতি মা-বাবার ব্যবহারের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তাই শিশুর অটিজম থাকলে কোনোভাবেই মা-বাবা যেন নিজেদের দায়ী না করেন বা নিজেদের অপরাধী মনে না করেন।


অটিজম থাকলে শিশু পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে না। অনেক সময় তাদের মধ্যে অতিরিক্ত অস্থিরতা, চঞ্চলতা কাজ করে। তারা নিজেদের মনের ভাষা  প্রকাশ করতে না পেরে, নিজেদেরকে গুটিয়ে রাখে।


অটিজম থাকলে কেবল চিকিৎসকের পক্ষে শিশুর পরিচর্যা করা সম্ভব নয়; বরং প্রশিক্ষপ্রাপ্ত প্রশিক্ষক, সমাজকর্মী, মনোবিজ্ঞানী ও বিভিন্ন দক্ষ পেশাজীবীর সমন্বয় প্রয়োজন। এক্ষেত্রে স্পাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল বিশেষ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদ সবাই মিলে একটি পরিবারের মতো। এই পরিবারের একজন সদস্য হিসেবে এই বিশেষ বাচ্চারা একদিন সমাজে বিশেষ কিছু করে দেখাবে। সেই দিনটি দেখার জন্য সবাইকে আরো আন্তুরিকতার সাথে এসব বাচ্চাদের প্রতি যত্নবান হবার আহ্বান জানান তারা।


এদিকে, দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বেসরকারি টেলিভিশন আরটিভির আয়োজনে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানে অংশ নিয়ে সাফল্য এনেছে স্পাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল। অনুষ্ঠানের চিত্রাঙ্কন পর্বে  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটির বিশেষ শিশুরা। এরা হলো- সাফিত, অনিন্দ ও আইমান।


এছাড়া অনুষ্ঠানে আমরা সবাই রাজা এই গানের সাথে নৃত্য পরিবেশন করে স্কুলটির শিশুরা।   

 

ঢাকা, ০২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ