Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউজিসি: ‘বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড’

প্রকাশিত: ১২ মার্চ ২০১৭, ০০:২৩


লাইভ প্রতিবেদক: ১০ম সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ফেস্টিভালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি ‌'বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

১১টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থী ও ইউজিসির ৪ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল ১০ম সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ফেস্টিভালে অংশগ্রহণ করেন।

জানা গেছে, ভারতের দেবী আহিলিয়া বিশ্ববিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারি হতে ০৪ মার্চ পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ইউজিসির যুগ্ম সচিব ড. মো. ফখরুল ইসলাম। ম্যানেজার হিসেবে প্রতিনিধি দলে ইউজিসির অন্য সদস্যরা হলেন মো. শাহীন সিরাজ,(উপ-সচিব) মৌলি আজাদ, সিনিয়র সহকারী সচিব, ইউজিসি এবং মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব, ইউজিসি।

উৎসবে বাংলাদেশ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বাংলাদেশের শিক্ষার্থীরা লাইট ভোকাল, সোলো সং, গ্রুপ সং, ক্লাসিক্যাল ড্যান্স, ইলোকিউশন, পোস্টার মেকিং, ফটোগ্রাফি, ডিবেট এবং ক্লে মডেলিংসহ অসংখ্য ইভেন্টে অংশগ্রহণ করে এবং ‘বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করে। এবারের ফেস্টিভালে বাংলাদেশসহ ১০টি দেশের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

ঢাকা, ১১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ