Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির খুঁটিনাটি

প্রকাশিত: ৯ নভেম্বার ২০১৮, ১৯:০৮

মো. আজিম : বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তির জন্য ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি ১০০০ টাকা। আবেদন টেলিটক সিম দিয়ে এসএমএস এর মাধ্যমে করতে হবে।

বুটেক্স এর আওতায় আছে ৬ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
১. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ , মিরসরাই, চট্টগ্রাম।
২. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ , নোয়াখালী।
৩. পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শালগাড়িয়া, পাবনা
৪. শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সি.এন্ড.বি রোড, বরিশাল।
৫. শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আড়ুয়াকান্দি, মধুপুর বাজার, সদর, ঝিনাইদহ ।
৬. ড. এম এ ওয়াজেদ আলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,পীরগন্জ, রংপুর।

প্রতি কলেজে আসনসংখ্যা ১২০ টি করে। বর্তমানে আসনসংখ্যা ৭২০।
১) ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং (YME) - ৩০ টি
২) ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং (FME)- ৩০ টি
৩) ওয়েট প্রোসেসিং ইঞ্জিনিয়ারিং (WPE) -৩০ টি
৪) অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং (AME ) - ৩০ টি
যে যে বিষয়ের উপর পরীক্ষা নেয়া হবেঃ-
পদার্থবিজ্ঞান -৩০
রসায়ন-৩০
গণিত-৩০
ইংরেজি-২০
প্রশ্ন থাকবে ১০০ টি।।প্রতি প্রশ্নের মান ২।
নেগেটিভ মার্ক আছে। প্রতি ভুল উত্তরে ০.৫ করে কাটা যাবে।।
আলাদা কোনো পাস মার্ক নেই।
ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
তোমাদের অনেক বন্ধু বান্ধব স্ট্যাটাস দিচ্ছে ঢাবি পজিশন এত, বুয়েট পজিশন এত, বুটেক্স পজিশন এত ইত্যাদি।।

কিন্তু তুমি কোথাও চান্স পাচ্ছো না? ভেঙ্গে পরার কিছু নেই। যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও, এখন ও যথেষ্ট সময় আছে। ১ মাসই যথেষ্ট চান্স পাওয়ার জন্য। তাছাড়া এখানে প্রতিযোগিতা তুলনামূলক কম। এর জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না, নিজের বেসিক ঠিক রাখলেই হবে। শুভকামনা রইলো।

মো. আজিম
শিক্ষার্থী : Textile Engineering College,Chittagong

ঢাকা, ০৯ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ