Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইউজিসিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বার ২০১৬, ০৫:৪৮

লাইভ প্রতিবেদক: ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ শীর্ষক এক কর্মশালা বুধবাদ ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি।

ড. মোঃ খালেদ, সচিব, ইউজিসি এবং মো. আমিনুল ইসলাম খান, যুগ্ম-সচিব (প্রশাসন), শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মো. কামাল হোসেন, আহবায়ক, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটি, ইউজিসি ও অতিরিক্ত পরিচালক, এসপিকিউএআরআই ডিভিশন, ইউজিসি বক্তব্য প্রদান করেন।

ইউজিসি চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে সকলকে নৈতিকতা, সত্যতা ও আচরণগত মানদণ্ড ঠিক রেখে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। তিনি বলেন যে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসহ অন্যান্য ক্ষেত্রে শুদ্ধাচার প্রতিষ্ঠা করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।

সভাপতির ভাষণে প্রফেসর শাহ্ নওয়াজ বলেন যে, স্ব-স্ব কাজ সম্পাদনের ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই শুদ্ধাচার প্রতিষ্ঠা সম্ভব।

সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক-এর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অনুষ্ঠানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারবৃন্দ, অর্থ ও হিসাব এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি’র উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ