Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এনইউ ও ইউএনএমসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ১৯ নভেম্বার ২০১৬, ০০:০০

এনইউ লাইভ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ (সাত) শতাধিক অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজ শিক্ষার মানোন্নয়নে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ১০৪০ কোটি (১৩০ মিলিয়ন ইউ এস ডলার) টাকার ৫ বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব নটিংহাম মালয়েশিয়া শাখার মধ্যে কুয়ালালামপুরে (মালয়েশিয়া) ১৬ই নভেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম পি, নটিংহাম ইউনিভার্সিটির ভিসি প্রফেসর স্যার ডেভিড গ্রীন এওয়ের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ এবং ইউএনএম সি’র পক্ষে প্রফেসর গ্রাহাম ক্যান্ডল চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ প্রকল্পের আওতায় অন্যান্যের মধ্যে ৭০০ কলেজ প্র্রিন্সিপাল, ১৬৫০০ কলেজ শিক্ষক মালয়েশিয়া ও বাংলাদেশ উভয় দেশে প্রশিক্ষনের সুযোগ পাবেন। স্বাক্ষর দান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রফেসর ফন সিম অং, ড. গানা সুব্রামানিয়াম, প্রফেসর নয়েজ ইউএনএম সি’র পক্ষে এবং বাংলাদেশ থেকে অতিরিক্ত সচিব মো: হেলালউদ্দিন, যুগ্ম সচিব মাহমুদুল ইসলাম, নায়েম-এর ডিজি প্রফেসর হামিদুল হক, প্রজেক্ট পরিচালক জাহিদুল ইসলাম ও সুমন চক্রবর্তী, মালয়েশিয়ার বাংলাদেশের হাইকমিশনার জনাব শহিদুল ইসলাম এবং বিশ্ব ব্যাংকের পক্ষে আসাবুর রহমান ও ড. মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে কলেজ পর্যায়ে শিক্ষার মানোয়ন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। চুক্তি স্বাক্ষরের পূর্বে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মালয়েশিয়ার উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রী দাতুক ইদ্রিস-এর সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এক বৈঠকে মিলিত হন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন-অর-রশিদ এবং মালয়েশিয়ার বাংলাদেশের হাই কমিশনার শহিদুল ইসলাম তাঁর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৮, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ