Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মানবতার ডাকে রোহিঙ্গাদের পাশে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন

প্রকাশিত: ৩ অক্টোবার ২০১৭, ২২:৩১

লাইভ প্রতিবেদক: চট্টগ্রামের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে নির্যাতনের মুখে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ৷

টেকনাফ ও উখিয়ার হোয়াইক্যাং, উইনচিপ্রাং, বালুখালী, পালংখালীর বিভিন্ন  পয়েন্টে অবস্থান নেওয়া প্রায় তিন হাজার শরনার্থীদের মাঝে ৫ ডেকসি বিরিয়ানী, তাঁবু নির্মাণের উপযোগী প্রায় ৪০০ পিস ত্রিপল , ৩০০ পিস মশারী, ৩০০ পিস রান্নার পাত্র, ৩০০ পিস বালতি, ৬০০ পিস গ্লাস, ৩০০ পিস চামচ, ৬০০ পিস প্লেট, ৩০০ প্যাকেট শুকনো খাবার ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ৷

ফাউন্ডেশনের উপদেষ্টা চৌধুরী আনোয়ারুল আজিম ও  সভাপতি মোঃ কামাল হোসেনের নেতৃত্বে ৪৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল  দুইটি ট্রাকে ত্রাণ সামগ্রী বোঝাই করে গতকাল বৃহষ্পতিবার দিবাগত রাতে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে৷

সংগঠনের উপদেষ্টা বলেন বিশুদ্ধা পানি ও স্যানিটেশনের অবস্থা  খুবই শোচনীয়। দ্রুত এর সমাধান হওয়া জরুরী। সভাপতি জানান, মায়ানমার থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে৷ নিজের দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হওয়া ও নির্যাতনের ভয়াবহতার ছাপ তাদের শরীরে স্পষ্ট দৃশ্যমান৷

তিনি আরো বলেন, মানবিক ত্রাণের পাশাপাশি আন্তর্জাতিকভাবে এই সমস্যার সমাধান অত্যন্ত জরুরী ৷

৪৫জনের স্বেচ্চাসেবী টিম নিয়ে ২ট্রাক পন্যসহ এলাকায় পাহাড়ী পথ খুজে অসহায়দের মাঝে টোকেন বিতরনের মাধ্যমে সুষ্টু এবং সফলভাবে সমাপ্ত করলেন এই ত্রান বিতরন কর্মসূচী। 

বিশাল এই ত্রান কার্যক্রমে নিরলস পরিশ্রম করেছেন জাহেদ, ফয়েজ, নিশি, হানিফ, রিয়াদ হুজুর, কাজী মিনহাজ, মইন, ফয়সাল, হেফাজ, হুমায়ুন, রিদয়, মিশকাত, রিমন, জিকু, বাদশা, অালম, ইব্রাহীম, মন্জু,  অাজগর, ওমর ফারুখসহ সকল সদস্য এবং স্বেচ্চাসেবকবৃন্দ।

প্রচন্ড রোদের মধ্যে নিজেদের নাওয়া খাওয়া ভুলে সারাদিন নিজেকে নিয়োজিত রেখেছেন সবাই। রোহিংগা মুসলিমদের হাহাকার দেখে নিজেদের হাজারো কষ্ট তুচ্ছ মনে হচ্ছে বারবার।

 

ঢাকা, ০৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ