Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘হিউম্যান স্ট্রিট চিলড্রেন’র উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বার ২০১৭, ০০:২২

 

লাইভ প্রতিবেদক: ‘হিউম্যান স্ট্রিট চিলড্রেন’র উদ্যোগে বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার উলিপুরের চরখামারদামার গ্রামে প্রায় দেড়শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। 

ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি, চিড়া ও ওরস্যালাইনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি একেএম মাহবুব হোসেন। এছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: কাজল, তন্ময়, শাহীন ও বিপ্লবসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

ত্রাণ বিতরণকালে সভাপতি একেএম মাহবুব হোসেন বলেন, হিউম্যান স্ট্রিট চিলড্রেন সবসময় অসহায়দের সহযোগিতা করে থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের এই ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজের প্রত্যেকেরই উচিত সামর্থ্যনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো। 

তিনি আরো বলেন, আমরা কয়েকদিনের মধ্যেই রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে যাবো। আমাদের এই সামান্য সহযোগিতা তাদের জন্য অনেক বড় উপকার বয়ে আনতে পারে বলে আমরা মনে করি। 

প্রসঙ্গত, ‘হিউম্যান স্ট্রিট চিলড্রেন’ সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামুল্যে স্কুল পরিচালনা, স্বাস্থ্য সেবা কার্যক্রম, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ব্যয়ভার গ্রহণ, দুর্যোগকালীন সময়ে এবং দুর্যোগ পরবর্তী সময়ে অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগীতা এবং সেবা দিয়ে আসছে।

 

ঢাকা, ১১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ