Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

যশোরে বিশেষ শ্রেণীর শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০১৭, ০০:৩৩

 

লাইভ প্রতিবেদক: “ভাগ করে নেব ঈদ আনন্দ" এই শ্লোাগানে যশোরে বিশেষ শ্রেণীর (প্রতিবন্ধী) শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

২৩ আগস্ট যশোর শহরের সিসিটিএস মিলনায়তনে সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট এন্ড ডিসঅ্যাবিলিটি রিহ্যাবিলিটেশন অর্গানাইজেশন  SEDDRO বেসরকারী, অরাজনৈতিক, অলাভজনক সংস্থার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।   

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি প্রফেসর ড. মো : আনোয়ার  হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর সিভিল সার্জন ডা. গোপেন্দ্র নাথ আচার্য, জেলা প্রশাসক ( সার্বিক) হুসাইন শওকত, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) গোলাম রব্বানী শেখ, যশোর জর্জ কোর্টের সিনিয়র বিজ্ঞ আইনজীবী ও যবিপ্রবির আইন উপদেষ্টা মোঃ মোশাররফ হোসেন, প্রয়াস যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মিনা সুলতানা। 

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন SEDDRO এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মোঃ শাহিন শাহ্ । যশোরের বিভিন্ন উপজেলার ৬৫ জন বিশেষ শ্রেণীর শিশুদের মাঝে পোশাকসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

এছাড়াও  SEDDRO  কর্তৃক “বিশেষ শ্রেণীর ও সুবিধা বঞ্চিত শিশুদের পুর্নবাসনের উপায় শীর্ষক” সেমিনার, যবিপ্রবির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাঃ দিপক কুমার মন্ডল এর তত্ত্ববধানে ফ্রি স্বাস্থ্য ও যবিপ্রবির খাদ্য ও পুষ্টি বিভাগের অ্যাসিসট্যান্ট প্রফেসর মোঃ শিমুল হোসেন এর তত্ত্ববধানে পুষ্টি ক্যাম্পের মাধ্যমে এসব শিশুদের বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়।

 

ঢাকা, ২৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ