Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

জবির কর্মচারী সমিতির উপ-নির্বাচনে সভাপতি শরিফুল

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০২:২৮

জবির কর্মচারী সমিতির উপ-নির্বাচনে সভাপতি শরিফুল

জবি লাইভ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্মচারী সমিতির উপ-নির্বাচনে সভাপতি পদে জয় লাভ করেছেন রেজিস্ট্রার দপ্তরের সিনিয়র অফিস সহকারী শরিফুল ইসলাম।

আজ মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে একমাত্র প্রতিদ্বন্দ্বী জামাল হোসাইনকে ৩০ ভোটের ব্যবধানে হারিয়ে এ জয়লাভ করেন শরিফুল।

প্রধান নির্বাচন কমিশনার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম জানান, নির্বাচনে ৯৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৯০ জন। এরমধ্যে ৬টি ভোট বাতিল করা হয়। এছাড়া ৩ জন ভোটার অনুপস্থিত ছিলেন। সর্বাধিক ৫৭ ভোট পেয়ে শরিফুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। পর প্রতিদ্বন্দ্বী জামাল হোসাইন পান ২৭ ভোট।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মনিরুল ইসলাম সরকার ও মোহা. আব্দুল মালেক। এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মো. মনির হোসেন এবং পুলিং অফিসার হিসেবে সেকশন অফিসার বিশ্বজিৎ মল্লিক দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, জবি কর্মচারী সমিতির সভাপতি ছিলেন মো. ইশরাদ। তবে তিনি পদোন্নতি পেয়ে কর্মকর্তা হলে কর্মচারী সমিতির সভাপতির পদ শুন্য হয়। এরপর সেখানে উপ- নির্বাচনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়টির কর্মচারী সমিতি।শরিফুল ইসলাম এরআগে সমিতির সহ-সভাপতি ছিলেন।

ঢাকা, ২১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমবি//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ