
ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি পদে লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের গালিব ইবনে কালাম ও সাধারণ সম্পাদক পদে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ সেশনের মো. আজিজুল হাকিমকে মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে সাবেক সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াছিন মুন্সি স্বাক্ষরিত এক বিজ্ঞপতিতে আগামী এক বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. আতিয়ার রহমান, সহ-সভাপতি, মো. নাকিবুল হাসান, সহ-সভাপতি রায়হানুল ইসলাম, সহ-সভাপতি ইসরাফিল খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এমরাত খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন সেন, সাংগঠনিক সম্পাদক মিঠুন হাসান, মিঠুন হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম আলম, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সিফাত, সাংগঠনিক সম্পাদক প্রজ্ঞা পারমিতা দাস।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি ২০১৬ সাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কর্মকান্ড চালিয়ে আসছে।
ঢাকা, ২১ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: