Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ববিতে 'গানে-গল্পে হাসন রাজা' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ৭ ডিসেম্বার ২০২২, ২৩:২৭

'গানে-গল্পে হাসন রাজা'

ববি লাইভ: সুর, ছন্দ, গান আর গল্পে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে 'গানে-গল্পে হাসন রাজা' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। মরমি কবি হাসন রাজার ১০০তম প্রয়ান দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন রংধনু এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের তত্বাবধাণ করে বিশ্ববিদ্যালয়ের ছয়টি সামাজিক সংগঠন।

মঙ্গলবার সন্ধা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানটির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি, হাসন রাজা সম্পর্কে চলচ্চিত্র প্রদর্শনী ও মঞ্চ নাটকে উপস্থাপনা করা হয়।

অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক আইন অনুষদের ডিন ও সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে বারিশাল বিশ্ববিদ্যালয়ের এটাই প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি আশা রাখি এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে হৃদ্যতা ও বন্ধনের সৃষ্টি হবে।

ঢাকা, ০৭ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ