Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ইবি শাপলা ফোরামের নির্বাচনে বিজয়ী যারা

প্রকাশিত: ৫ ডিসেম্বার ২০২২, ২৩:০১

ফলাফল ঘোষণা

ইবি লাইভ: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) পৌঁনে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ৩০ জন প্রার্থীর মধ্যে ১৫ জন জয়লাভ করেছেন। নির্বাচনে মোট ২৫২ জন ভোটারের মধ্যে ২২৫ জন শিক্ষক ভোট দিয়েছেন। এছাড়া নীতিমালার বাইরে হওয়ায় ৭টি ভোট বাতিল করা হয়েছে।

পরে, সন্ধ্যা পৌঁনে ৮টায় ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের আহ্বায়ক প্রফেসর ড. দেবাশীষ শর্মা। এসময় আরো উপস্থিত ছিলেন, নির্বাচনের সদস্য প্রফেসর ড. সজীব আলী ও কে এম শরফুদ্দিন।

জানা যায়, নির্বাচনে সর্বোচ্চ ১৬২ ভোট পেয়ে প্রথম হয়েছেন চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান। এছাড়াও ক্রমান্বয়ে বিজয়ীরা হলেন, ইংরেজি বিভাগের প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান (১৪৪), ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরফিন (১৩৪)।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ইব্রাহীম আব্দুল্লাহ (১৩১), গণিত বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর ড. আনিছুর রহমান (১২১), অর্থনীতি বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর ড. শাহেদ আহমেদ (১১৯) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন (১১৭)।

এছাড়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর ড. সাদেক আলী (১১৭), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলীনা নাসরীন (১১৭), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর ড. জয়শ্রী সেন (১১৭), বাংলা বিভাগের প্রফেসর ড. রবিউল হোসেন (১১৬)।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোয়াদ্দার (১১৬), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর ড. হোসাইন মো. ফারুকী (১১৫), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান (১১৪) ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. আতিকুর রহমান (১১৪)।

নির্বাচন কমিশনের আহ্বায়ক প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, কোনো প্রকার অসঙ্গতি ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আলোচনা সাপেক্ষে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

ঢাকা, ০৫ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ