Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

উৎসবমুখর পরিবেশে ইবি প্রেস ক্লাবের ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ৩১ অক্টোবার ২০২২, ২২:২২

ভোট গ্রহণ চলছে

ইবি লাইভ: উৎসবমুখর পরিবেশে চলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২। সোমবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ১০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত প্রেস কর্নারে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হবে।

জানা যায়, এ নির্বাচনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু। সভাপতি প্রার্থীরা হলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমান (জাগোনিউজ) এবং প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক আবু হুরাইরা (প্রতিদিনের সংবাদ)।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনটির দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু (সমকাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম রায়হান (ভোরের কাগজ) এবং কার্যনির্বাহী সদস্য মুনজুরুল ইসলাম নাহিদ (কালের কন্ঠ)।

ভোট দিতে আসা প্রেস ক্লাবের সদস্য নাজমুল হুসাইন (বাংলা ট্রিবিউন) বলেন, ‘এই প্রথম প্রেস ক্লাবের নির্বাচনে ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি নতুন নেতৃত্ব প্রেস ক্লাবের কার্যক্রমকে আরো তরান্বিত করবে।’

ইবি প্রেস ক্লাবের সভাপতি পদপ্রার্থী রুমি নোমান বলেন, ‘সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে সবাই। দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবেই ইবি প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। আশা করি, নতুন নেতৃত্ব ইবি প্রেস ক্লাবের কাজের গতিকে আরো বাড়িয়ে দিবে।’

প্রধান নির্বাচন কমিশনার এ কে আজাদ লাভলু বলেন, ‘প্রেস ক্লাব সবসময় সুশৃঙ্খলভাবে তাদের নির্বাচন সম্পন্ন করে। এবছরেও তাদের নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’

ঢাকা, ৩১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএইচ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ