Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
ঢাবির ট্যুরিস্ট সোসাইটি’র ২৭ বছর পূর্তি উদযাপন

''বাংলাদেশে সমৃদ্ধ পর্যটন শিল্পের সকল উপাদান রয়েছে''

প্রকাশিত: ৩১ অক্টোবার ২০২২, ০৫:৩২

ঢাবির ট্যুরিস্ট সোসাইটি’র ২৭ বছর পূর্তি উদযাপন

ঢাবি লাইভ: নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস)-এর ২৭বছর পূর্তি উদযাপিত হয়েছে। এছাড়াও নতুন সেশনের নবীন বরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এবং কেক কেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন।

ডিইউটিএস'র সভাপতি মুশফিকুর রহমান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ম্যানেজিং ডিরেক্টর ড. মো. আমিনুর রহমান, এনডিসি, সংগঠনের মডারেটর অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেব, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক সৈয়দ আলী আকবর এবং রশিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান তার বক্তব্যে জানান, সমৃদ্ধ পর্যটন শিল্পের সকল উপাদান বাংলাদেশে রয়েছে। পর্যটনের মাধ্যমে মানুষ সমাজ, প্রকৃতি ও পরিবেশের মধ্যে নতুনত্ব খুঁজে পায় এবং নতুন নতুন বিষয় উদ্ভাবন করে। এ কারণে পর্যটন সবসময় মানুষের কাছে আকর্ষণের বিষয়।

ঢাকা, ৩০ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ