Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় ইচ্ছা'র বিভিন্ন উদ্যোগ

প্রকাশিত: ১ আগষ্ট ২০২২, ২২:২৩

ইচ্ছা'র বিভিন্ন উদ্যোগ

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৩১ জুলাই) সকাল ৯টায় মানবিক অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের মাধ্যমে পরীক্ষা শুরু হয়। পাঁচ দিন ব্যাপী এ পরীক্ষা কার্যক্রম চলবে ৪ আগস্ট পর্যন্ত।

এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত জাবি ক্যাম্পাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে পরীক্ষা দিচ্ছেন। এতে করে দূর-দূরান্তের অনেক শিক্ষার্থী বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেউবা পরীক্ষার হল খুঁজে পেতে, আবার কেউ সাথে নিয়ে আসা মোবাইল, ব্যাগ কোথায় রাখবে তা নিয়ে চিন্তিত!

বরাবরের মতো এ সমস্ত শিক্ষার্থীদের সহায়তায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human Aid-ICCHA/'ইচ্ছা' বিভিন্ন উদ্যোগ করেছে। তাদের উদ্যোগগুলোর মধ্যে রয়েছে পানি বিতরণ কার্যক্রম, পরীক্ষার্থীদের মোবাইল ও ব্যাগ জমা রাখা, হল খুঁজে পেতে সহায়তা করা। পাশাপাশি চালু আছে বাইক সার্ভিস কার্যক্রম। এসব সেবা বিনামূল্যে সরবরাহ করছে 'ইচ্ছা'।

আন্দালিব নামক এক শিক্ষার্থী বলেন, ' আমি গাজীপুর থেকে পরীক্ষা দিতে সকালে এসেছি। অনেক চিন্তিত ছিলাম আমার ফোন কোথায় রাখব! পরে ইচ্ছা'র টেন্টে গিয়ে আমার ফোন রাখি৷ পরীক্ষা শেষে ফোন হাতে পেয়েছি। সংগঠনের সদস্যরা সবাই আন্তরিক। তাদের এই সামাজিক সহায়তা কার্যক্রম সবসময় অব্যাহত থাকুক প্রত্যাশা করছি।'

ইচ্ছা'র সভাপতি মেহেদি হাসান তাদের সংগঠনের কার্যক্রম সমন্ধে ক্যাম্পাসলাইভকে বলেন, 'ইচ্ছা প্রতিবছরের ন্যায় এবারো বিনামূল্যে শিক্ষার্থীদের পানি বিতরণ, মোবাইল ও ব্যাগ জমা রাখা, বাইক সার্ভিস চালু রেখেছে। কেননা অনেকে এসব সেবার নামে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে রাখছে। এতে করে শিক্ষার্থীরা ভোগান্তীর শিকার হচ্ছেন। তাদের এই দুর্ভোগ কমানোর জন্যই ইচ্ছা এ সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। সামনের দিনেও তা চলমান থাকবে।'

ঢাকা, ০১ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআর//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ