Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ববির হাফেজে কুরআন এসোসিয়েশনের নেতৃত্বে যারা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ০৫:৪৭

হাফেজে কুরআন এসোসিয়েশনের নেতৃত্বে যারা

ববি লাইভ: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত হাফেজ শিক্ষার্থীদের সংগঠন হাফেজে কুরআন এসোসিয়েশন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ে তাদের মাঝে একটি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

আজ (বুধবার) ৫ সদস্য বিশিষ্ট নির্বাচক টিমের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাফেজ মোঃ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফেজ মোঃ কামরুল হাসান।

এছাড়া কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মেহেদী হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সায়েম, দপ্তর সম্পাদক মোঃ আহসানউল্লাহ, অর্থ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জাহিদ হাসান,
ক্রিড়া সম্পাদক আব্দুর রহমান, প্রশিক্ষণ ও সংস্কৃতি সম্পাদক মোঃ নাসিম বিল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মাজহারুল ইসলাম।

এ বিষয়ে সদ্য বিদায়ী কমিটির আহবায়ক আবু বকর সিদ্দিক শোয়েব ক্যাম্পাসলাইভকে বলেন, হাফেজরা সমাজের চোখে সম্মানের পাত্র, আন্তর্জাতিক ভাবে হাফেজরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করছে, বিশ্ববিদ্যালয়ের মত জায়গায় পড়ার ফলে এই সকল মেধাবীদের বিভিন্ন ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখার যথেষ্ট জায়গা রয়েছে। হাফেজ শিক্ষার্থীরা যাতে কোন ধরনের বৈষম্যের শিকার কিংবা হীনমন্যতায় না ভুগে সে বিষয়ে গুরুত্ব দিবো।

নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম ক্যাম্পাসলাইভকে বলেন, হাফেজ হিসেবে কুরআনের প্রতি আমাদের প্রধান যে কর্তব্য-কুরআন পড়া, বুঝা ও সে অনুযায়ী নিজেরা আমল করা ও হিফজ ধরে রাখা এই কর্তব্যকে সামনে সামনে রেখে আমাদের কাজগুলো এগিয়ে যাবে। শিক্ষার্থীদের মধ্যে যারা কুরআন শিখতে আগ্রহী তাদের আমরা কোন ধরনের ফি ছাড়া শিখাবো।

উল্লেখ্য, আহবায়ক আবু বকর সিদ্দিক শোয়েব, সদস্য সচিব হাবিবুল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য সাইফিল্লাহ আল বাইজিদ, সাবেক সভাপতি সোলাইমান, সাবেক সাধারণ সম্পাদক হাসান মাহমুদ এর সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটির মাধ্যমে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা, ২৭ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজে//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ