Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১০ই ডিসেম্বর ২০২৩, ২৬শে অগ্রহায়ণ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

"সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে"

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ০৮:০৪

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন

লাইভ প্রতিবেদক: যে সকল সাংবাদিক অনলাইনে কাজ করে তাদের নিজের পেশার প্রতি দায়িত্বশীল হতে হবে। দেশের জন্য তাদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।

এসময় ধর্মপ্রতিমন্ত্রী বলেন, অনলাইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংযত হতে হবে। কোন সংবাদ জনসাধারণের জন্য নেতিবাচক বা কোনটা ইতিবাচক সে সম্পর্কে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে আবুল কালাম আজাদ বলেন, অনলাইনে সংবাদ পরিবেশন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু সংবাদ সংগ্রহের পাশাপাশি এর চ্যালেঞ্জ মোকাবিলা করার দক্ষতা অর্জন করতে হবে সাংবাদিকদের। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কারো কাছ থেকে তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে তবেই অনলাইনে তা প্রচার করতে হবে। এতে একজন সাংবাদিক তার পেশার প্রতি সুবিচার করতে পারবেন।

এসময় ফরিদুল হক খান বলেন, দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সংবাদ যেমন উল্লেখযোগ্য ভূমিকা রাখে তেমনি সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়া যাবে ।


ঢাকা, ২৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ