Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভাসির্টিতে কুচকানো মলিন শার্ট বনাম বিলাসিতা, সফলতা কার!

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৭, ১৯:২০

আরাফাত আবদুল্লাহ : এমনও দিন হয়তো গেছে নিজের গেটাপটা বন্ধুদের তুলনায় ভালো নয় বলে কোন অনুষ্ঠানে যাওয়া বাদ দিয়েছেন।

যে মেয়েটাকে মন থেকে পছন্দ করেন তাকে প্রপোজ করতে গিয়ে হয়তো জেনেছেন সে আপনাকে গুনেও দেখে না। মুখের উপর রিফিউজ করে দিয়েছে।

প্রযুক্তি সম্পর্কে আইডিয়া না থাকার কারণে হয়তো অনেক সময় বন্ধু মহলে লজ্জায় পড়তে হয়েছে।

""তুই ...ম্যাসেঞ্জার মানে জানিস না? ""
"" পোক করা মানে বুঝস না?

সিজিপিএ কম থাকার কারণে হয়তো অনেকের নাক উচু মনোভাবের সামনে মাথাটা নিচু করতে হয়েছে। শিক্ষকের কটু কথায় বিদ্ধ হতে হয়েছে দিনের পর দিন।

খুব ছোট করে হলেও এই সমস্যাগুলো অনেকের জীবনেই কোন না কোন সময় ছিল। অপমাজনক এই অবস্থা গুলোতে অনেককেই পড়তে হয়েছে।

কিছু বলার নাই। শার্টের কলার নোংরা বলে কত জনেইতো আপনাকে নিয়ে তামাশা করেছে। তাই বলে কি সব শেষ হয়ে গেছে?

আমাদের কলেজে একটা ছেলে ছিল। আমাদের ভাষায় সে ছিল খ্যাঁত। কলজে ড্রেসটাও ঠিকমতো আয়রন করা হতো না তার। একটা ইংরেজি বাক্য বলতে গেলে তিনবার আটকে যেতো। মেয়েরা ওকে নিয়ে আড়ালে মজা তুলতো। এই ছেলেটা এখন ঢাকা মেডিকেল কলেজে পড়ে। আর তার আশে পাশের বন্ধুদের কেউ পাবলিক ভার্সিটিতেও চান্স পায়নি। মেডিকেলতো দূরের কথা।

ভার্সিটি লাইফেও এরকম মানুষ দেখেছি। কথা কম বলে। চলাফেরায় কিছুটা আনস্মার্ট। মেয়েদের স্বপ্নের রাজপুত্র সে নয়। কিন্তু দিন শেষে দেখা গেলো তিনি গিয়ে জব করেন বাংলাদেশ ব্যাংকে। উনাকে নিয়ে যারা তামাশা করতো তাদের কিন্তু খবর নেই।

অতএব কখনোই নিজেকে হীনমন্যতায় রাখা উচিত না। কেউ যখন আপনার মলিন শার্ট নিয়ে তামাশা করে তখন তার সাথে তর্কে না জড়িয়ে নিজের কর্ম দিয়ে সেই মলিন শার্টের মাহাত্মটুকু বুঝিয়ে দিন।

কেউ যখন আপনার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মজা করে তখন তার সাথে ঝগড়া না করে নিজের কাজ দিয়ে বুঝিয়ে দিন, কেন আপনি সেরা। কেন আপনার প্রতিষ্ঠান সেরা।

everything changes
সব কিছুই বদলায়।
এর জন্য পরিশ্রম করা জরুরী।

আসুন, কুচকানো মলিন শার্ট আর কম সিজিপিএটাকে মহিমান্বিত করি...

Arafat Abdullah
(মধ্যরাতের অশ্বারোহী)
University Of Chittagong


ঢাকা, ১৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ