Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবলিকের ছাত্রীদের ঘনঘন মেকআপ লাগে না, ব্রেকআপও হয়না!

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭, ০০:৩৫

মাহবুবা সুমি : পাবলিক বিশ্ববিদ্যালয় স্বপ্নের ডানা মেলে ধরার জায়গা। মুক্তবুদ্ধি চর্চার জায়গা। জীবন এখানে এসে পাখা মেলে ধরতে সহায়তা করে। এখানে এসে জীবন পাল্টে যেতে থাকে। গ্রাম কিংবা মফস্বল থেকে আসা আনস্মার্ট মেয়েটি এখানে এসে স্মার্ট ও আকর্ষণীয় হয়ে ওঠে।

প্রথম বর্ষের সেই মেয়েটি হয়তো শেষ বর্ষে এসে নিজেকেই চিনতে পারে না।

আয়নায় দাঁড়িয়ে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করে।  
পাবলিকের মেয়েরা এমনই।

- এরা গণরুমে থেকে নিজেদের ভবিষ্যতে যৌথ ফ্যামিলিতে টিকে থাকার মন্ত্র শেখে।

- হলে থেকে কিভাবে অল্প খরচে সংসার চালাতে হয় তার প্রশিক্ষণ দেয়।

- হল থেকে ক্যাম্পাসে হেঁটে এসে পরিশ্রমের মহড়া দেয়।

- প্রখর রৌদ্রে কিংবা বৃষ্টির আড়ালে জীবনের আসল মানেটা খোঁজার চেষ্টা করে।

- হালকা মেকাপে কিভাবে নিজেকে প্রেমিকের কাছে নিজের ন্যাচারাল সৌন্দর্য প্রকাশ করা যায় তা কেবল পাবলিকের মেয়েরাই জানে।

- সবকিছু সপে না দিয়েও কিভাবে বয়ফ্রেন্ডকে ধরে রাখা যায় সেটা কেবল পাবলিকের মেয়েরাই জানে।

- পাবলিকের মেয়েরা ঘনঘন মেকআপও করে না প্রেমে ব্রেকআপও করে না।

- কিভাবে একজনকে নিয়ে ক্যাম্পাসলাইফ তথা জীবন কাটিয়ে দেয়া যায় তা কেবল পাবলিকের মেয়েরাই জানে।

- ছেলেদের হারিয়ে দিয়ে কিভাবে মেধা ও যোগ্যতার বলে সেরা ছাত্রী হওয়া যায় তা কেবল পাবলিকের মেয়েরাই জানে।

- ছেলেদের ওপর নির্ভর না করে কিভাবে সাবলম্বী হওয়া যায় তা কেবল পাবলিকের মেয়েরাই জানে।

- বাড়ি থেকে টাকা না এনেও কিভাবে পড়াশোনার খরচ চালাতে হয় তা পাবলিকের মেয়েরাই জানে।

- টিউশনি করিয়ে কিভাবে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায় তা কেবল পাবলিকের মেয়েরাই জানে।

- পড়াশোনা শেষ করে কিভাবে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করা যায় তা পাবলিকের মেয়েরাই জানে।

- বয়ফ্রেন্ডকে বিসর্জন দিয়ে কিভাবে পরিবারের সুখশান্তিকে হাসিমুখে মেনে নিতে হয় তা কেবল পাবলিকের মেয়েরাই জানে।


আমরা কালচারাল, আমরা সাংগঠনিক, আমরা সাবলম্বী, আমরা যোদ্ধা, আমরা ভালো প্রেমিকা, আমরা পরিশ্রমি, আমরা সর্বভুক, আমরা সবকিছুকে মানিয়ে চলতে পারি,

আমরা পাবলিকিয়ান...

আমরা জয়িতা...

আমরা বিশ্বজয়ের স্বপ্ন দেখি...

আমরা মনেপ্রাণে বাঙালি-বাংলাদেশি...


মাহবুবা সুমি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়



ঢাকা, ০৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ