Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিষাদের ডিফেন্স : হাসাহাসি-বিদ্রুপ-জোকস-ফান!

প্রকাশিত: ৩১ মার্চ ২০১৭, ০৭:৫৭

সাদমান জাহিন : 'ফ্রেন্ডস' টিভি সিরিজের বিখ্যাত এক চরিত্রের নাম চ্যান্ডলার বিং। যার কাজ হচ্ছে সময়ে অসময়ে সারাক্ষণ অদ্ভুত সব রসিকতা করা। মজার মানুষ, নিঃসন্দেহে। তাকে যদি জিজ্ঞেস করা হয়, 'তুমি এমন ক্যান?'

চ্যান্ডলার বলবে, 'আমার বাপ-মার ডিভোর্স হয়েছিল যখন আমার বয়স নয় বছর। সিনস দেন, আই ইউজ হিউমার অ্যাজ এ 'ডিফেন্স মেকানিজম'।

এইসব হাসাহাসি, বিদ্রুপ, জোকস, ফান... সবগুলো সত্য না। অনেক ক্ষেত্রেই এরা ডিফেন্স হিসেবে ব্যবহৃত হয়। কিসের থেকে ডিফেন্স? আমাদের যে চিরন্তন হতাশা, অবসাদ, মেলানকোলি যাকে বলে... প্রতিমুহুর্তে যা আমাদের বিষাদগ্রস্থ করে দেয় সেটি থেকে, জীবনানন্দের সেই বিপন্ন বিস্ময় থেকে, আমাদের সেই 'ভাল্লাগে না' অসুখ থেকে।

ধরুন, কোনো পাবলিক প্লেসে আপনি পা পিছলে পড়ে গেলেন। সবাই মুচকি হাসি দিয়ে উঠল। লজ্জায় আপনার কান-টান লাল। কোনোমতে সোজা হয়ে দাঁড়ালেন, নিজের পড়ে যাওয়া নিয়ে নিজেই একটা জোক মেরে দিলেন... তারপর হাসা শুরু করলেন।

কোনো বিপদে পড়েছেন, খুব স্ট্রেসে আছেন, আপনার ব্রেন চাইবে ডিফেন্ড করতে... আপনি বিপদ নিয়ে রসিকতা আরম্ভ করবেন। আপনার পারিবারিক সমস্যা, খুব বড় কোনো সংশয়ে ভুগছেন, আপনি চাইবেন আপনার চারপাশে হাস্যরসের একটা মায়াজাল তৈরি করতে, যেটি পার করে কেউ আসল বিষয় বুঝতে পারবে না, যেটি ভেদ করে কেউ জানতে চাইবে না, 'তোমার আসল সমস্যাটা কই?'

আমাদের আশেপাশে অসংখ্য চ্যান্ডলার বিং আছে। বন্ধু মহলের জোকার ছেলে, আড্ডাপ্রিয় সেই মানুষটা, সারাক্ষণ যে হাসছে-হাসাচ্ছে, সে হয়তো কোনোভাবে কোনো উপায়ে নিজেকে আড়াল করছে। শুধু সেন্স অব হিউমার হাই বলে সে চিরসুখী মানুষ, এটি সবচেয়ে ভুল ধারণা। তার ভেতরে গল্প আছে, থাকতে হবে।

শিবরামের গল্পগুলো শরৎচন্দ্রের ট্র্যাজেডির সামনের পাতায় ঘোরে, অদ্ভুত ফানি মানুষগুলো ঘোরে অদ্ভুত বিষাদ নিয়ে...


সাদমান জাহিন
বুয়েট


ঢাকা, ৩১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ