Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ বনাম শেষ বর্ষের অনুভূতি

প্রকাশিত: ১৫ মার্চ ২০১৭, ১৯:৪৯

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে আপনার অনুভূতিগুলোও পাল্টাতে থাকে। পাল্টাতে থাকে ধারনাও। বদলে যেতে থাকেন আপনি। বদলে যেতে থাকে স্বপ্ন। বিশ্ববিদ্যালয়ে আপনার অনুভূতিগুলো কিভাবে পরিবর্তন হয়ে যায় তা জানাচ্ছেন শেষ বর্ষের ছাত্র সঞ্জয় সরকার

১. ক্লাসের পড়া

প্রথম বর্ষ : ক্লাসে পড়া জিজ্ঞেস করলেই গড়গড় করে থ্রি ইডিয়টস সিনেমার চতুরের মতো উত্তর দিতে শুরু করে।

শেষ বর্ষ : শেষ বর্ষে এসেই ক্লাসের দরজা–জানালা–ভেন্টিলেটরের সৌন্দর্য আবিষ্কার করে এরা। তাই পড়া ধরলেই সেই সৌন্দর্য উপভোগ করতে শুরু করে সবাই।

২. ক্যাম্পাসের অনুষ্ঠান
প্রথম বর্ষ : অমুক জায়গায় সংগীতানুষ্ঠান। তমুক জায়গায় নৃত্যানুষ্ঠান। কোনো কিছুই মিস করা যাবে না। সবাই যেন ‘বাদ যাবে না কোনো অনুষ্ঠান’ নীতিতে বিশ্বাসী।

শেষ বর্ষ : অনুষ্ঠান? এসব তো ছোটদের ব্যাপারস্যাপার। অনুষ্ঠান দেখে দেখেই তো জীবনটা গেল। তাই বালক রিডিং রুমের পানে হাঁটা ধরিল!

৩. মাইনাস মার্কিং
প্রথম বর্ষ : শিক্ষকদের মাইনাস মার্কিংয়ের হুমকিতে সবাই উঠেপড়ে লাগে। শিক্ষকের নির্দেশনা মানতে একচুল নড়চড় হয় না। আদর্শ ছাত্র যাকে বলে!

শেষ বর্ষ : আর যা-ই হোক, মার্কসের ভয় দেখিয়ে কিছু করানো যায় না। মার্কস একটা সংখ্যা মাত্র তাদের কাছে। মার্কস দিয়ে কি মানুষ বিচার করা যায়?

৪. প্রেম
প্রথম বর্ষ : প্রেমই জীবন, প্রেমই মরণ! প্রথম বর্ষে প্রেম না করলেতো জীবনটাই বৃথা অনেকের কাছে। তাই কিছু হলেই এরা প্রেম বিষয়টাকেই প্রাধান্য দেয়।

শেষ বর্ষ : প্রথম বর্ষে ক্লাসের কারও সঙ্গে প্রেম হয়ে গেলে তো গেলই। আর না হলে এদের বক্তব্য একটাই—
দূর! মানুষও প্রেম করে নাকি?

৫. সিনেমা দেখা
প্রথম বর্ষ : নতুন একটা সিনেমা মুক্তি পেলেই হলো। এক বন্ধু আরেক বন্ধুকে বলে, ‘দোস্ত, চল মুভিটা দেখে আসি।’ অতঃপর দলবেঁধে সিনেমা হলে
গমন।
শেষ বর্ষ : প্রস্তাবটা ঠিকই থাকে। উত্তরটা পাল্টে যায়। বন্ধু বলে, ‘আরে, রাখ তোর সিনেমা দেখা! জীবনটাই দিনে দিনে সাদা–কালো সিনেমা হয়ে যাচ্ছে!’

৬. ঘোরাঘুরি
প্রথম বর্ষ : জানুয়ারিতে অমুক জায়গায় যেতেই হবে। ফেব্রুয়ারিতে তমুক জায়গায়। মার্চে..
এপ্রিলে...
মেতে...
বাদ যাবে না বাংলাদেশের কোনো জায়গা।
শেষ বর্ষ : সবাই ভাবে, চাকরিটা পেয়ে খালি বিয়েটা করি! তারপর দেখা যাবে দেশ-বিদেশের কোন জায়গাটা আমার পায়ের ধুলা থেকে বঞ্চিত হয়!

৭. হলের খাবার
প্রথম বর্ষ : হলের খাবার অখাদ্য। মায়ের হাতের রান্নার কথা বেশি মনে পড়ে। বাড়িতে গিয়ে মায়ের রান্না খেয়ে আফসোস করে, ইশ্, হলের খাবার মানুষ খায়!

শেষ বর্ষ : হলের খাবারের মতো সুখাদ্য পৃথিবীতে কিছু নেই। মায়ের হাতের রান্নার স্বাদ প্রায় ভুলেই যায় অনেকে।

৮. সিজিপিএ
প্রথম বর্ষ : যেকোনো মূল্যে সিজিপিএ ৩ দশমিক ৫-এর ওপরে থাকা চাই। এর জন্য কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হয় সবাই (তবে প্রতিজ্ঞা রক্ষার ব্যাপারটা আলাদা)।

শেষ বর্ষ : ‘সিজিপিএ জানতে চাহিয়া লজ্জা দেবেন না’–টাইপের
ভাব নিয়ে চলার সময় এটা। তাই কোনো রকমে সম্মানের সঙ্গে স্নাতক সম্পন্ন করলেই বাঁচে!

৯. মাঝরাতের গান
প্রথম বর্ষ : মধ্যরাতে বন্ধুরা মিলে হেড়ে গলায় গান গাওয়া। হাতে গিটার। কেউ কেউ তো নিজেকে পপ মিউজিকের জীবন্ত কিংবদন্তি হিসেবেও ভাবতে শুরু করে।

শেষ বর্ষ : জব সলিউশন পড়ে মাঝরাতে ঘুমাতে যায় সবাই। তারপরও যদি ঘুমানো যেত! ফার্স্ট ইয়ারের ছেলেপুলেদের গানের নামে হাউকাউয়ে ঘুম আসার জো আছে?


[কার্টেসি : রসআলো]


ঢাকা, ১৫ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ