Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আলাদা সমাবর্তন হোক ঢাবির অধিভুক্ত-সান্ধ্যকালীনদের

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৭, ১৬:০৭

শাহীন খান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজ ও সান্ধকালীন শিক্ষার্থীরা ঢাবির নিয়মিত শিক্ষার্থীদের সাথে সমাবর্তন নিয়েছে। যদিও এ রীতি সেই শুরু থেকেই চলে আসছে। তবে সম্প্রতি নতুন করে ঢাকার আরও ৭টি কলেজকে ঢাবির অধিভুক্ত করায় শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

যার রেশ ধরে শনিবার সন্ধ্যায় টিএসসিতে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের মত ঘটনা ঘটেছে।

তারা বলেন, ‘অধিভুক্ত কলেজ ও সান্ধকালীনদের জন্য আলাদা সমাবর্তন চাই’। আমারা এত কষ্ট করে ঢাবিতে চান্স পেলাম ও কষ্ট করে সনদ অর্জন করেও যদি ‘অধিভুক্ত কলেজ ও সান্ধকালীনদের’ সাথে এক সাথে দাড়িয়ে এক পোশাকে সমাবর্তন নিতে হয় এটা কষ্টের বই কিছুইনা।

সবচেয়ে বড় সমস্যা, অধিভুক্ত কলেজ ও সান্ধকালীন শিক্ষার্থীরা নিজেদের ঢাবির সরাসরি শিক্ষার্থী বলেই পরিচয় দিয়ে থাকে। এতে আইডেন্টি ক্রাইসিসে পড়তে পারে ঢাবি শিক্ষার্থীরা।

বিভিন্ন সময় দেখা গেছে ওইসব শিক্ষার্থী বিভিন্ন অপরাধ করে সরাসরি ঢাবির নাম বলে দিচ্ছে বাঁচার জন্য। তখন ঢাবিরই বদনাম হয়।

এছাড়াও যখন ঢাবির পরিচয় দিয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করতে না পারবে তখন ঢাবিরই মর্যাদা নষ্ট হবে।

এতসব চিন্তার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচিত  ‘অধিভুক্ত কলেজ ও সান্ধকালীনদের জন্য আলাদা সমাবর্তনে’র আয়োজন করা।

যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শনিবার সন্ধ্যায় বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম অধিভুক্ত কলেজগুলোর ব্যবহারের সুযোগ নেই। তারা নিজেদের মনোগ্রাম ব্যবহার করবে। অধিভুক্ত হওয়া নতুন সাতটি কলেজ বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম ব্যবহার এবং খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না।

এ ছাড়া খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এমন তথ্যও সঠিক নয় বলে জানান তিনি। উপাচার্য বলেন, এসব ইভেন্টে সরাসরি অংশ গ্রহণের সুযোগ নেই অধিভুক্ত কলেজের। তারা স্ব-স্ব প্র্রতিষ্ঠান থেকে আয়োজন করবে। ঢাবির কোন সামাজিক-সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানেও তারা অংশগ্রহণ করতে পারবে না।

ভিসি বলেন, তাদের জন্য আলাদা সমাবর্তন করা যায় কিনা, সেটা চিন্তা করা হচ্ছে।

শিক্ষার্থীরা বলেন, এসব কথায় সীমাবদ্ধ থাকলেই হবে না বাস্তবায়ন করতে হবে ঢাবির মর্যাদা অক্ষুন্ন রাখতে।


শাহীন খান
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


ঢাকা, ১৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ