Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এত স্মার্ট হতে নেই, থামো এবার! অনেক হয়েছে

প্রকাশিত: ১৩ মার্চ ২০১৭, ০৬:৪৪

সাদমান জাহিন : আমাদের ঠাকুমার ঝুলি নেই, হারিয়ে গেছে। রাজা-রাণী, রাক্ষস-খোক্ষসদের গল্প শুনে ভয় পেত আগের যুগের ছেলে-পেলেরা। দাদী-নানীরা ঘুম পাড়াতো কত কাহিনী বলে! এখনকার জেনারেশন জানে সব মিথ্যে, বানোয়াট। এসব গল্প পাত্তা দেয়ার কিছু নেই।
.
আমাদের ঈশপের গল্প নেই, হারিয়ে গেছে। বাঘ-সিংহ, শেয়াল-কুমিরের গল্প, গল্পের নিচে মোটা কালিতে লেখা উপদেশ…ড্যুড কাম অন, এইটা টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি। এ যুগে এসব কেউ মানে না।
.
আমাদের বাবা-মায়ের বকুনিগুলো নেই, হারিয়ে গেছে। যে মোটা লাঠি দিয়ে দাদারা বাবাদের মারতো, সেটা পুরানো জিনিসের সাথে বিক্রি করে দিয়েছি। বাবা-মায়ের সাথে আমাদের জেনারেশন গ্যাপ বেশি, তারা কি ক্ষ্যাত!
.
আমাদের নাইন স্টার, ডিস্কো বয়েজ নামের ‘গ্যাং’ আছে। যে গ্যাং এর নিতান্ত বাচ্চা ছেলেরা মদের বোতল হাতে নিয়ে ছবি পোস্ট করে, এলাকায় আধিপত্য বিস্তার নামের হাস্যকর কারণে একজন আরেকজনকে খুন পর্যন্ত করে ফেলে!
.
জন্ম থেকেই আমরা খুব বড় হয়ে গিয়েছি, স্মার্ট হয়েছি, হয়েছি মডার্ন। আমাদের শৈশব-কৈশোর নেই, হারিয়ে গেছে। সেই সরলতা, বাবা-মায়ের সেই উপদেশগুলো-শাসনগুলো, আজকের ‘অস্থিরের’ বদলে সেই ‘সুস্থির’ সময়টুকু খুব দরকার।
.
আমাদের কেউ ফিরিয়ে দিক সেই সময়, কেউ লাগামটা এসে টেনে ধরুক। কেউ এসে বকুনি দিয়ে বলুক, ‘এত স্মার্ট হতে নেই, থামো এবার! অনেক হয়েছে…’



সাদমান জাহিন
বুয়েট


ঢাকা, ১৩ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ